মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ গত ২৩ এ অক্টোবর রোজ বুধবার পূর্ব লন্ডনের ক্যানন স্ট্রিটে রোডে, আল-ইখওয়ান রেস্তুরায় এক মহতি সভা অনুস্টিত হয়, উক্ত সবায় সিলেট জেলা তথা গোলাপগঞ্জ থানার ঐতিহ্যবাহী লামা চন্দর পুর গ্রামের ইউ কে প্রবাসী আপামর জনতার উপস্থিতিতে গ্রামের সার্বিক উন্নয়নের লক্ষ্যে “লামা চন্দর পুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউ কে “ নামে একটি সংগঠন তৈরি করা হয়।
আলহাজ নুরুল ইসলাম (সাবেক তফসিলদার ) সাহেবের সভাপতিত্বে, শুরুতে আলহাজ শামসুল ইসলাম জাকির সাহেবের কোরআন তেলাওয়াতের মাধ্যমে সভা পরিচালনা করেন প্রিন্সিপালসলিসিটর হাসানুজ্জামান খান, উক্ত সভায় উপস্থিত ছিলেন , প্রাক্তন কাউন্সিলর জনাব ফানু মিয়া, ফজলুর রহমান ফলু, এ কেএম হুমায়ুন কবির রুমেল, আলহাজ ফলিক উদ্দিন, আলহাজ জাকির হোসাইন, হাফিজ মোঃ বদরুল ইসলাম, মোঃ ফখরুলইসলাম, মোঃ ওয়াহিদুল ইসলাম. মোঃ কামরুজ্জামান খান, মোঃ নুরুল ইসলাম মুক্ত, মোঃ ফারুক উদ্দিন খান, মোঃ মুসফাককবির মাহ্দী ও আরো অনেক এবং ব্রিটেনের টেলিভিশন ও প্রিন্ট মিডিয়া.
উক্ত সবায় সংগঠন পরিচালনার লক্ষে দশ (১০ )সদস্য বিশিষ্ট একটি এক্সকিউটিভ কমিটি গঠন করা হয় এক্সকিউটিভকমিটির সদস্যরা হলেন – জনাব মোঃ ফানু মিয়া, মোঃ হাসানুজ্জামান খান, ফজলুর রহমান ফলু, এ কে এম হুমায়ুন কবিররুমেল. হাফিজ মোঃ বদরুল ইসলাম, মোঃ ফখরুল ইসলাম, আলহাজ মোঃ ফলিক উদ্দিন, আলহাজ মোঃ জাকিরহোসাইন,মোঃ জবলু ও নুরুল ইসলাম মুক্তা.
পরিশেষে সবায় সর্ব সম্মতিক্রমে সদস্য সংগ্রহ করা হয়, উপস্থিত জনতার মধ্যে হইতে ২৭ জন সদস্য পদ গ্রহণ করেন. সর্বশেষেএসোসিয়েশনের মঙ্গোল কামনা করে দোয়ার মাধ্যমে অনুস্টানের সমাপ্তি করা হয় ।