লিমেরিক প্রতিবাদ
বদরুজ্জামান জামান
(মাহমুদুর রহমানের উপর হামালার প্রতিবাদে)
.
এক
অপশক্তির হিংস্রতা আজ রাজনীতিতে
গণতন্ত্র হারিয়ে দেশ আজ ভয়ভীতিতে।
দমন পীড়নে ভিন্ন মত,
চলে স্বৈরাচারি মনোরথ।
দেশে নিত্য এমন রক্তখেলা কোননীতিতে?
.
দুই
ধিক্কার জানাই, দেশে চলছে একোন খেলা
হিংস্ররা মেতে উঠে, করে রক্তে হুলিখেলা।
ওরা জারজ, হিংস্র, বন্য,
রক্তের নেশায় ওরা হন্য।
যারা দেশের মানুষের রক্তে ভাসায় ভেলা।
সর্বশেষ সংবাদ
লিমেরিক প্রতিবাদ-বদরুজ্জামান জামান
ট্যাগস :