মামুন মাহিনঃ লোক দেখানোর রাজনীতি বাদ দিয়ে জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন সিলেট জেলা বিএনপির প্রথম সহ-সভাপতি ও চাকসুর সাবেক আপ্যায়ন সম্পাদক মামুনুর রশীদ মামুন।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকেলে ফ্রান্সের প্যারিসে কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসীদের আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, “লৌকিকতার রাজনীতি আমাদের লক্ষ্য থেকে দূরে সরিয়ে দেয়। ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে এ প্রবণতা বাদ দিতে হবে। তারেক রহমানের নির্দেশ মেনে জনগণের দোরগোড়ায় পৌঁছাতে হবে।”
তিনি আরও বলেন, “আগামীর বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে যাবে। এজন্য প্রবাসীদেরও ঐক্যবদ্ধভাবে পাশে দাঁড়াতে হবে।”
সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এখলাসুর রাহমান। সঞ্চালনা করেন এইড-পয়েন্টের প্রতিষ্ঠাতা ও দ্য জার্নাল পত্রিকার সম্পাদক ফয়সাল মাহমুদ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন আব্দুর রাহমান। স্বাগত বক্তব্য রাখেন রুহুল আম্বিয়া ও আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন ফ্রান্স, যুক্তরাজ্য ও স্পেন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা।
শতাধিক কানাইঘাট-জকিগঞ্জ প্রবাসী নেতাকর্মী সভায় অংশ নেন। শুরুতে ফ্রান্স বিএনপির সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোহাম্মদ ওমর গাজির আত্মার মাগফেরতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।