স্পেনের নতুন প্রধানমন্ত্রী হিসেনে শপথ নিয়েছেন দেশটির নব নির্বাচিত প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। শনিবার তাকে শপথবাক্য পাঠ করান রাজ ফিলিপ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
প্রতিবেদনে বলা হয়, কনজারভেটিভ নেতা মারিয়ানো রাজয়কে পদচ্যুত করার পর সমাজতান্ত্রিক পেদ্রো শপথ নিলেন। নাস্তিক এই নেতা বাইবেল ও ক্রুশ ছাড়াই শপথ নিয়েছেন যা দেশটির আধুনিক ইতিহাসে প্রথম।
আগামী দুই বছরের জন্য দায়িত্বপালন করবেন তিনি। স্পেনের ছয়টি দলের সমর্থন পেয়েছেন তিনি। এই দলগুলোই দুর্নীতির অভিযোগ রাজয়কে পদচ্যুত করার রায় দিয়েছিল।
পার্লামেন্টে এক চতুর্থাংশ আসন রয়েছে নতুন প্রধানমন্ত্রীর। তাই মন্ত্রিসভা গঠন তার জন্য বড় চ্যালেঞ্জ। বিবিসি জানায়, আগামী সপ্তাহেই জানা যাবে কে থাকছেন মন্ত্রিসভায়।
শনিবার মাদ্রিদে রাজভবনে পেদ্রো বলেছেন, সম্মান ও দায়বদ্ধতার সঙ্গে দায়িত্বপালন করবেন তিনি। রাজার অনুগত হয়ে সংবিধান অনুযায়ী দেশ পরিচালনার পরিকল্পনা তার।