স্নিগ্ধময়ী শরৎ রানি
মুখে মিষ্টি হাসি,
রূপে গুণে মুগ্ধ হয়ে
তোমায় ভালোবাসি।
দূর আকাশে ওইযে ভাসে
সাদা মেঘের ভেলা,
ঝিকিমিকি রোদের সাথে
কানামাছি খেলা।
বিলে ঝিলে নির্মল জলে
শাপলা শালুক হাসে,
ডানকিনে আর টাকি
খেলে তাদের পাশে।
মৃদু হাওয়ায় ভেসে বেড়ায়
জুঁই-শিউলির গন্ধ,
সেই সুবাসে পথিক মনে
জাগে সুখের ছন্দ।