প্রতি বছরের ন্যায় এবার ও ইপিএস কমিউনিটি ফ্রান্সের আয়োজনে প্যারিসে জাকজমকভাবে পালিত হলো স্বাধীনতা দিবস ও শিশু কিশোরদের কবিতা আবৃত্তি, হামদ, নাত, পবিত্র কোরআন তেলোয়াত।
এতে অংশগ্রহণ করেন,
মোহাম্মদ নাফি, আয়াত, আরিসা,আদিফ আহসান, আদিয়ান আহাম্মেদ, ইলিয়া নাভা উল্লাহ, ফরহাদ আহাম্মেদ, ইশা খান চৌধুরী, শাস্মিন শরিফ, সেয়ান,শরিফ আল খাত্তাব, তাহারিম, সাবিকুন, আবাত আরন ও সকাল দাস।
বিগত এক বছরে ইপিএস কমিউনিটি সাথে বিভিন্ন সামাজিক কাজে যুক্ত থাকার জন্য ৫ জনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সোস্যাল মিডিয়ার জন্য আরিফ খান রানা রাজ, রিগ্রুপমো ফ্যামিলিয়ালের সহযোগিতার জন্য কাউসার আহাম্মেদ, সাংবাদিকতার জন্য চৌধুরী মারুফ মোহাম্মদ অমিত, শিক্ষকতার জন্য ফারজানা হোসেন এনি ও নিয়মিত সদস্য হিসাবে কাউসার আহম্মদ। উল্লেখ যে এরা সবাই ইপিএস কমিউনিটি অফিসিয়াল সদস্য।
অনুষ্ঠান শুরু হয় জাতীয় সংগীতের মাধ্যমে। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহ- সভাপতি জুয়েল ডি আর লেলিন। সংগঠনের সভাপতি এলান খান চৌধুরী উপস্থিত সবাইকে ধন্যবাদ জানায় ও ভবিষ্যতে আরো সুন্দর আয়োজন উপহার দেয়ার প্রতিশ্রুতি দেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলের, সাংবাদিক অধ্যাপক অপু আলম, সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জি, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক সুবল আহাম্মেদ, সাংবাদিক নাজমুল কবির, সাংবাদিক আবুল কালাম মামুন,
সাংগঠনিক ব্যক্তিত্ব শাহিন আরমান চৌধুরী, জেরেমি, জুয়াকিম, ক্রিস্টফ জর্জ,
শাহানুর ইসলাম,
এন কে নয়ন, ইব্রাহিম হাসান,এমডি নুর,
ওবায়দুল ইসলাম শাহিন, আয়শা সুলতানা, শরিফুল ইসলাম সোহেল, ইঞ্জিনিয়ার লিটন, শামিম আহাম্মেদ, শাজাহান আহাম্মেদ, রাকিবুল ইসলাম, ইঞ্জিনিয়ার শরিফুল ইসলাম,
তপন দাস, লুবনা আক্তার,
মজিবুর রহমান সুমন, তানভীর, এসন এম শিশির, মো: আক্তার।
আপ্যায়নে ছিলেন
সংগঠনের সেক্রেটারি ইব্রাহিম, সাংগঠনিক সম্পাদক মাহাবুব খান, আরশ আলী, শেখ জসিম, বোরহান খান চৌধুরী, ফরহাদ আহাম্মেদ, সঞ্জয় দাস, রহমান সোহান , আজহার আহাম্মেদ, জাফর খান, সাহেদ নাফি, ইসমাইল আহাম্মেদ, চয়ন, সুমন সার্মা প্রমুখ। স্পেশাল ধন্যবাদ লায়লা নুর।
আইটি সাপোর্ট দেন আরিফুল ইসলাম, সৈয়দা সাঞ্জারি রিচি, দুলাল চন্দ্র মিশেল।
গুড়ি বৃষ্টি বাধাগ্রস্ত করতে পারেনি অতিথিদের উপস্থিতি। আপ্যায়ন শেষে ফটোসেশানের মাধ্যমে শেষ হয় এই অনুষ্ঠান।