আহমেদ সোহেল //
সাংবাদিক ও কমিউনিটির সুধীজনদের সম্মানে ফ্রান্স দর্পণ পত্রিকার ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত মংগলবার কেথসিমা এলাকার বটতলা রেস্টুরেন্টে প্রবাসে বাংলার মুখপাত্র ফ্রান্স দর্পণ পত্রিকা পরিবারের আয়োজনে এই ইফতার মাহফিলে ফ্রান্সে বাংলাদেশি গণমাধ্যমের সাংবাদিক নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্টজনরা ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন।
ইফতারপূর্ব দোয়া পরিচালনা করছেন মাওলানা বদরুল বিন হারুন
ফ্রান্স দর্পণ পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জীর সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ফ্রান্সের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব ফারুক খান, বৃহত্তর কুমিল্লা জনকল্যান সমিতি ফ্রান্স এর প্রেসিডেন্ট শাহিন আরমান চৌধুরী, কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, বাংলাদেশি ব্যবসায়ী প্রতিষ্ঠান বিডি বস এর কর্ণধার আইয়ুব হাসান, অটো ইকোলের চেয়ারম্যান হোসেন সালাম রহমান, লিগেল এইড ফ্রান্স এর প্রেসিডেন্ট আজাদ মিয়া,বিসিএফ প্রেসিডেন্ট এমডি নূর, সলিদারিটি ফ্রসের প্রেসিডেন্ট প্যারিসের যুব কাউন্সিলর এনকে নয়ন, ফ্রান্স- বাংলা প্রেসক্লাবের সভাপতি দেবেশ বরুয়া, সিনিয়র সহসভাপতি অপু আলম, প্যারিস- বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি এনায়েত হোসেন সোহেল, সিনিয়র সাংবাদিক ইমরান মাহমুদ, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ওমর ফারুক, সেক্রেটারি মোসাদ্দেক হোসেন সাইফুল, যুগ্ম সাধারণ সম্পাদক এমসি রুমেল প্রমুখ। বক্তারা বলেন, ফ্রান্স দর্পণ পত্রিকা প্রবাসে বাংলার মুখপাত্র হিসেবে গত ৭ বছর ধরে বস্তুনিষ্ঠ ভাবে দায়িত্ব পালন করে আসছে। ফ্রান্স দর্পণ পত্রিকা যে ভাবে নিয়মিত ভাবে প্রকাশ করে যাচ্ছে তাতে করে পত্রিকাটি অনেক দূর এগিয়ে যাবে বলে মত প্রকাশ করেন বক্তারা। সভার শুরুতে পত্রিকার প্রধান সম্পাদক পারিবারিক কারনে ফ্রান্সের বাহিরে থাকায় তার প্রেরিত লিখিত বক্তব্য পাঠ করেন সঞ্চালক পত্রিকার নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী।
আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন এমসি ইন্সটিটিউট ফ্রান্সের প্রিন্সিপাল এম বদরুল বিন হারুন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন ফ্রান্সে বাংলাদেশি বংশোদ্ভূত মিউনিসিপালিটি কাউন্সিলর অফিওরার প্রেসিডেন্ট কৌশিক রাব্বানী খান, মানবাধিকার কমিশন ফ্রান্সের সহসভাপতি মাহবুবুল আলম কয়েস, ফ্রান্স- বাংলাদেশ প্রেসক্লাবের সহসভাপতি আব্দুল আজিজ সেলিম, ইপিএস বাংলার সভাপতি আলান খান, সাধারন সম্পাদক মাহমুদুল হাসান, উপদেষ্টা নিয়াজ উদ্দিন চৌধুরী হিরা, মন্ডিয়াল ট্রাবেলস এর প্রধান ইব্রাহিম হাসান, ওয়েব নিউজ টেলিভিশনের চেয়ারম্যান বদরুল বিন আফরোজ, বিসিএফ এর সিনিয়র সহসভাপতি মোজাম্মেল হোসেন, ফ্রান্স কালচারাল ফোরামের সভাপতি শাহ আলম মায়া, বেংগল টাইগারস ক্রিকেট ক্লাবের ফারুক শোহেব, ফ্রেন্স লেংগুয়েজ শিক্ষা প্রতিষ্ঠান রাকিব উইথ ফ্রেন্স এর রাকিব হোসেন,
প্রবাসী অধিকার ফোরাম ফ্রান্সের প্রেসিডেন্ট নাজমুল হোসেন, রিমা ব্রোভারের তুহিনা ক্তার রিমা, ব্যবসায়ী বিদ্যুৎ মুর্শেদ, জয়নাম ফ্যাশনের ফাতেমা সরকার, মোবারক হোসেন, ফ্রান্স দর্পণ পত্রিকার চীফ রিপোর্টার মাজহারুল ইসলাম, স্টাফ রিপোর্টার সোহেল আহমেদ।
ইফতার মাহফিল অনুষ্ঠানের সার্বিক দায়িত্ব পালন করেন ফ্রান্স দর্পণ পত্রিকার বার্তা সম্পাদক নজমুল কবীর।