ঝালকাঠি প্রতিনিধি, ঝালকাঠি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকেকুপিয়ে নৃশংস হত্যাকান্ডের বিচার এবং সাংবাদিকদেরনিরাপত্তা নিশ্চিতের দাবি ঝালকাঠিতে মানববন্ধনঅনুষ্ঠিত। আজ রবিবার সকাল সাড়ে ১১টায়জেলাপ্রশাসকের কার্যালয়ের সামনের সড়কে এমানববন্ধনকর্মসূচি পালিত হয়। জাতীয় সাংবাদিক সংস্থারআয়োজিত মানববন্ধনে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন। মানববন্ধন চলাকালেবক্তব্য রাখেন,সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা দুলালসাহা,সাংবাদিক জিয়াউল হাসান পলাশ, রিয়াজুলইসলাম বাচ্চুসহ অনেকে।
এসময় বক্তারা বলেন, সাগর রুনি হত্যাকান্ডসহদেশের সব সাংবাদিক হত্যার সুষ্ঠু বিচার এখনোহয়নি। দায়িত্ব পালন করতে গিয়ে প্রকাশ্যেসাংবাদিককে গলা কেটে হত্যা করা গণমাধ্যমেরস্বাধীনতা ও বাক–স্বাধীনতার জন্য ভয়াবহ হুমকি।এসব ঘটনায় বিচার না হওয়ায় অপরাধীরা আরওবেপরোয়া হয়ে উঠছে। তারা সতর্ক করে বলেন, চুপথাকলে আরও তুহিনদের রক্ত ঝড়বে। তুহিনহত্যাকান্ডে জড়িত আসামিদের দ্রুত বিচার ট্রাইব্যুনালেফাঁসি কার্যকর করতে হবে। এদিকে তুহিন হত্যারবিচারের দাবিতে ঝালকাঠির কাঠালিয়া প্রেসক্লাবমানববন্ধন করেছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে গাজীপুরমহানগরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেট এলাকায়দুর্বৃত্তরা সাংবাদিক তুহিনকে কুপিয়ে হত্যা করে। পরেনিহতের বড় ভাই বাসন থানায় বাদী হয়ে হত্যা মামলাদায়ের করেন।