বিজ্ঞপ্তি :ফ্রান্সে অভিবাসী বিষয়ক সামাজিক অ্যাসোসিয়েশন সলিডারিতে আজি ফ্রান্স (সাফ)’র কমিটি পুনর্গঠন করা হয়েছে।
এ উপলক্ষে শনিবার (১০ জানুয়ারি) বিকালে প্যারিস ২০-এর ফাস্তি কার্যালয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সাফ’র পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। পরে উপস্থিত সকল সদস্যের সরাসরি ভোটে প্যারিসের যুব কাউন্সিলর প্রফেসর এনকে নয়নকে পুনরায় সভাপতি ও আহমেদ মোহাম্মদ শাহিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৭ সদস্য বিশিষ্ট সাফ’র কমিটি পুনর্গঠন করা হয়।
পুরো গণতান্ত্রিক প্রক্রিয়া অনুশীলনের মাধ্যমে গঠিত ১ বছর মেয়াদী এ কমিটির অন্যরা হলেন সহসভাপতি মামুন হাসান রুবেল, সালাউদ্দিন ইরান, তাওহিদ আহমেদ, রুমন আহমেদ, আবদুল হান্নান ইমন, যুগ্ম সাধারণ সম্পাদক, তাসনিয়া আনজুম, তানিয়া আক্তার রোজি, প্রশাসনিক সম্পাদক : শাম্মি আক্তার, তাওহিদা আনজুম
যোগাযোগ বিষয়ক দায়িত্বপ্রাপ্ত : শিহাব উদ্দিন, ইকবাল দেওয়ান, অনুষ্ঠান বিষয়ক দায়িত্বপ্রাপ্ত : রহমান মোঃ শাহিনুর, শেখ মোঃ সিমুল, ক্রীড়া বিষয়ক দায়িত্বপ্রাপ্ত : মোঃ জাহেদ আহমেদ ও আহমেদ খালেদ।
সভায় উপস্থিত সকল সদস্য নবনির্বাচিত কমিটির প্রতি পূর্ণ আস্থা ও সমর্থন প্রকাশ করেন। তাঁরা আশাবাদ ব্যক্ত করেন যে নতুন নেতৃত্বে Solidarité Asie France (SAF) ফ্রান্সে বসবাসরত এশীয় প্রবাসী কমিউনিটির অধিকার রক্ষা, সংহতি বৃদ্ধি এবং সামাজিক কর্মকাণ্ডে আরও কার্যকর ও সক্রিয় ভূমিকা পালন করবে।










