অনলাইন ডেস্ক: শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং সচেতনতা গড়ে তোলার জন্য সামাজিক সংগঠন ‘সাফ’ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছে। প্যারিস ১৮ তে তারা এই পরিস্কার পরিচ্ছন্নতা কার্যক্রম সম্পন্ন করে। প্রায় ২শ জনের একটি কর্মীবাহিনী কয়েকটি দলে বিভক্ত হয়ে প্যারিস ১৮ এর অলি-গলিতে এ পরিচ্ছন্নতা অভিযান চালায়। রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে পুরসভার সামনে সমবেত হয়। এ কর্মসূচিতে ‘সাফ’ এর সদস্যসহ সাধারন প্রবাসীরাও অংশ নেয়। বেশ ক’জন আফ্রিকান অভিবাসীরাও এতে অংশ নেয়।
পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা শেষে সাফ এর প্রধান নয়ন খিয়াং জানান, প্রতিবছরই আমরা এই কর্মসূচি পালন করে থাকি। এটি একারণেই করা যাতে আমরা সবাই দায়িত্বশীল হই। অনেকেই ধারনা করে থাকি যে, অভিবাসীরা পরিবেশ পরিচ্ছন্ন রাখি না। আমাদের এই কর্মসূচি সেই ধারনাকে ভুল প্রমানিত করবে। তিনি বলেন, অনেক ফরাসী প্রশ্ন করে, এখানে আমরা কি করছি। আমরা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়ার পর তারা এটিকে প্রশংসনীয় কাজ বলে আমাদের ধন্যবাদ জানায়। নয়ন খিয়াং ভবিষ্যতে আরো বড় পরিসরে এমন আয়োজন করবেন বলে জানান।
কর্মসূচিশেষে অংশগ্রহণকারীদেরকে সনদপত্র প্রদান করা হয়।