ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব বালাগঞ্জে আমনের বাম্পার ফলন : মাঠে মাঠে বাতাসে দুলছে ধানের শীষ “Dead” একটি শব্দ ও অচল প্রায় জীবন চাকা! আননূর মাদরাসার পক্ষ থেকে হাফিজ মাওলানা মুসলেহ উদ্দিন রাজু-কে মেলবন্ধন স্মারক প্রদান বালাগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে “নবাগত ইউএনও সুজিত কুমার চন্দ’র মতবিনিময় বালাগঞ্জে উপজেলা প্রশাসনের ‘হাতের মুঠোয় সকল সেবা’ কার্যক্রম চালু বিমানের প্যারিস-ঢাকা ফ্লাইট পুনরায় চালুর জোরালো দাবী প্রবাসীদের বালাগঞ্জে ছাত্রদল নেতা সায়েম আহমদ হত্যা মামলার অভিযুক্ত যুবলীগ নেতা খলকু মিয়া আটক গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এইচএসসি ও আলিম পরীক্ষায় উত্তীর্ণদেরকে সংবর্ধনা ও শিক্ষা সেমিনার

সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ এর আয়োজনে কবিতা গল্প আড্ডা

  • আপডেট সময় ১১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ২৬২ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি, সিলেট : সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ এর আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হল কবিতা গল্প আড্ডা । গত শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে কবি ও গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন ।

আড্ডায় অংশ নেয়া লেখক-পাঠকদের একাংশ

প্রাণবন্ত এই আড্ডার মুখ্যপ্রধান ছিলেন- সমকালীন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক পাপড়ি রহমান । অতিথি হিসাবে ছিলেন- গল্পকার ও অনুবাদক ড. ইশরাত তানিয়া, কবি মালেকা ফেরদৌস ও কবি সুলতানা ফেরদৌসি।
আলোচনা ও লেখাপাঠে আরও অংশগ্রহণ করেন- দৈনিক শুভ প্রতিদিন এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ, সনৃত সম্পাদক আহমদ সায়েম, গল্পকার মেহেদী ধ্রুব, সিলেট মিডিয়ার সভাপতি তথ্যচিত্র নির্মাতা ও কবি আহমেদ বকুল, প্রকাশক সুফি সুফিয়ান, বিজ্ঞান লেখক অনন্ত নিগার, অধ্যাপক কবি প্রণব কান্তি দেব, কবি কার্তিক দাস, কবি মনজুর মোহাম্মদ, চিত্রশিল্পী পর্ণা ধর, সৈয়দ মুক্তদা হামিদ, কবি মহিবুর রহমান মজনু, সংস্কৃতি কর্মি আশরাফুল ইসলাম অনি, কবি শাহেদ মুনশি, কবি ওয়াহিদ রোকন, সাহিত্যকর্মী সালেহ আহমদ, আলমগীর আহমদ, আব্দুল করিম জীবন, জাহেদ, আনিকা প্রমুখ ।
আলোচকেরা বলেন সাহিত্যের ইতিহাসের ক্রমবর্ধমান ধারায় ছোটোকাগজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ছোটোকাগজকে সাধারণত সাহিত্যের এমন একটি মাধ্যম হিসেবে ধরা হয় যেখানে ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও অকুতোভয় মতামতের ছোঁয়া পাওয়া যায়। এর গুরুত্ব বিষয়ে বিদগ্ধ মহলে নানা বিতর্ক, মতামত, অনুসন্ধানী চিন্তা, কল্পনার মৃতসায়রে অবগাহন অথবা নৈরাশ্যের ধ্বনিব্যঞ্জনার রূপতীর্থে গাত্র অবলেহন মনে হতে পারে। এই তর্ক-বিতর্কের মধ্যে প্রকৃত সত্ত্বার, বাস্তবোচিত ধারণার, স্বতন্ত্রের সংকেতধর্মী চিত্রময়তা, যন্ত্রণার কৈবল্য রূপ, পরিত্রাণের সহজ সরল পথের দিক নির্দেশ করে আসছে। বাংলা সাহিত্যে অসংখ্য লিটল ম্যাগাজিন প্রতিনিয়ত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হচ্ছে , যা বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ প্রসারিত করছে । তাঁরা বুননের প্রশংসা করেন এবং সাহিত্যকর্মের এধারা অব্যাহত রাখার জন্য সম্পাদকএর প্রতি আহবান জানান । তাছাড়াও গল্প, উপন্যাস ও সমকালীন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা সকলকে মুগ্ধ করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

২১আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের আনন্দ উৎসব

সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ এর আয়োজনে কবিতা গল্প আড্ডা

আপডেট সময় ১১:৪২:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮

বিশেষ প্রতিনিধি, সিলেট : সাহিত্যের ছোটোকাগজ ‘বুনন’ এর আয়োজনে সিলেটে অনুষ্ঠিত হল কবিতা গল্প আড্ডা । গত শনিবার (৭ জুলাই) সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্টুরেন্টে কবি ও গল্পকার শামসুল কিবরিয়ার সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন- ‘বুনন’ সম্পাদক কবি খালেদ উদ-দীন ।

আড্ডায় অংশ নেয়া লেখক-পাঠকদের একাংশ

প্রাণবন্ত এই আড্ডার মুখ্যপ্রধান ছিলেন- সমকালীন বাংলা সাহিত্যের প্রখ্যাত কথাসাহিত্যিক পাপড়ি রহমান । অতিথি হিসাবে ছিলেন- গল্পকার ও অনুবাদক ড. ইশরাত তানিয়া, কবি মালেকা ফেরদৌস ও কবি সুলতানা ফেরদৌসি।
আলোচনা ও লেখাপাঠে আরও অংশগ্রহণ করেন- দৈনিক শুভ প্রতিদিন এর বার্তা সম্পাদক কবি সালমান ফরিদ, সনৃত সম্পাদক আহমদ সায়েম, গল্পকার মেহেদী ধ্রুব, সিলেট মিডিয়ার সভাপতি তথ্যচিত্র নির্মাতা ও কবি আহমেদ বকুল, প্রকাশক সুফি সুফিয়ান, বিজ্ঞান লেখক অনন্ত নিগার, অধ্যাপক কবি প্রণব কান্তি দেব, কবি কার্তিক দাস, কবি মনজুর মোহাম্মদ, চিত্রশিল্পী পর্ণা ধর, সৈয়দ মুক্তদা হামিদ, কবি মহিবুর রহমান মজনু, সংস্কৃতি কর্মি আশরাফুল ইসলাম অনি, কবি শাহেদ মুনশি, কবি ওয়াহিদ রোকন, সাহিত্যকর্মী সালেহ আহমদ, আলমগীর আহমদ, আব্দুল করিম জীবন, জাহেদ, আনিকা প্রমুখ ।
আলোচকেরা বলেন সাহিত্যের ইতিহাসের ক্রমবর্ধমান ধারায় ছোটোকাগজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ । ছোটোকাগজকে সাধারণত সাহিত্যের এমন একটি মাধ্যম হিসেবে ধরা হয় যেখানে ব্যতিক্রমধর্মী চিন্তাধারা ও অকুতোভয় মতামতের ছোঁয়া পাওয়া যায়। এর গুরুত্ব বিষয়ে বিদগ্ধ মহলে নানা বিতর্ক, মতামত, অনুসন্ধানী চিন্তা, কল্পনার মৃতসায়রে অবগাহন অথবা নৈরাশ্যের ধ্বনিব্যঞ্জনার রূপতীর্থে গাত্র অবলেহন মনে হতে পারে। এই তর্ক-বিতর্কের মধ্যে প্রকৃত সত্ত্বার, বাস্তবোচিত ধারণার, স্বতন্ত্রের সংকেতধর্মী চিত্রময়তা, যন্ত্রণার কৈবল্য রূপ, পরিত্রাণের সহজ সরল পথের দিক নির্দেশ করে আসছে। বাংলা সাহিত্যে অসংখ্য লিটল ম্যাগাজিন প্রতিনিয়ত বাংলাদেশ ছাড়াও পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রকাশিত হচ্ছে , যা বাংলা ভাষা ও সাহিত্যকে সমৃদ্ধ প্রসারিত করছে । তাঁরা বুননের প্রশংসা করেন এবং সাহিত্যকর্মের এধারা অব্যাহত রাখার জন্য সম্পাদকএর প্রতি আহবান জানান । তাছাড়াও গল্প, উপন্যাস ও সমকালীন বাংলা সাহিত্য নিয়ে আলোচনা সকলকে মুগ্ধ করে।