মিনহাজ হোসেন ইউরোপ বুরো প্রধানঃ বিয়ানীবাজারের সন্তান মাহতাবুর রহমান এনআরবি ব্যাংকের চেয়ারম্যান পুনঃনির্বাচিত হয়েছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।
ব্যবসায়ে অবদানের জন্য টানা পাঁচবার বানিজ্যিকভাবে গুরুত্বপূর্ন ব্যক্তি বা সিআইপি (এনআরবি) নির্বাচিত হন মাহতাবুর রহমান। তিনি সর্বাধিক মুদ্রা প্রেরণকারী ব্যক্তি হিসেবে পরপর পাঁচবার বাংলাদেশ ব্যাংকের সর্বোচ্চ পদক ‘বেস্ট রেমিটেন্স এওয়ার্ড’ লাভ করেন।
মাহতাবুর রহমান ১৯৭০ সালে সৌদি আরবের মক্কায় ‘আল হারামাইন পারফিউমস’ কোম্পানির নামে ব্যবসায়িক ক্যারিয়ার শুরু করেন। ৬১ বছরের এই স্বনামধন্য প্রবাসী আল হারমাইন বাণিজ্যিক গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক।
চলতি সপ্তাহের গোড়ায় মাহতাবুর রহমান বাংলাদেশী নাগরিক হিসেবেই সংযুক্ত আরব আমিরাত সরকারের সম্মানজনক স্থায়ী নাগরিকত্বের (গোল্ড কার্ড ভিসা) সনদ লাভ করেন। দেশটির ইতিহাসে তিনিই প্রথম বাংলাদেশী যাকে এই বিশেষ সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হল।
উল্লেখ্য, মাহতাবুর রহমানের বাড়ি বিয়ানীবাজার উপজেলার চারখাই এলাকায়।