স্টাফ রিপোর্টার// পবিত্র রমজান মাসকে সামনে রেখে করোনা মহামারী ও লকডাউনের কারণে ঘরবন্দী ও কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট শহরতলির মোগল গাও ইউনিয়ন এর লালার গাও গ্রামের বাসিন্দা আমেরিকা মিশিগান প্রবাসী হাজী আব্দুল হক।
গতকাল শুক্রবার (৯ এপ্রিল) সকালে সিলেট পশ্চিমসদর লামাকাজি এলাকায় গ্রামের ঘরবন্দী ও কর্মহীন পরিবারের মধ্যে বিভিন্ন খাদ্যসামগ্রী চাল,ডাল,আলু,চানা,দুধ,তেল ইত্যাদি বিতরণ করেন আব্দুল হক।
খাদ্য সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন লতিফিয়া কারী সোসাইটি সদর উপজেলার সভাপতি ও লালার গাও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অবসরপ্রাপ্ত) প্রধান শিক্ষক বিশিষ্ট শিক্ষানুরাগী মাষ্টার আব্দুল করিম, সিলেট সদর উপজেলা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ফ্রান্স এর সাবেক সহ-সভাপতি মুহাম্মদ নজমুল হক, হক ফাউন্ডেশন এর সদস্য সচিব মুহাম্মদ এমদাদুল হক, হক ফাউন্ডেশনের সদস্য জুবেদ, জুনেদ, সাহাব উদ্দীন, সালা উদ্দীন, সুমন আহমদ,ইমন, তারেক, আব্দুর রহমান, রবিউল হক,আরিফ প্রমুখ।