ভারতে অবস্থানরত শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্য নিয়ে উদ্বেগ জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে বাংলাদেশ সরকার। রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকে জানানো হয়, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচালের উদ্দেশ্যে শেখ হাসিনা ও তার সমর্থকরা সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালয়ের বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করতে তাদের দ্রুত বাংলাদেশে হস্তান্তরের আহ্বান পুনর্ব্যক্ত করে। একই সঙ্গে নির্বাচন বিঘ্নিত করতে ভারতে অবস্থানরত পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের তৎপরতা বন্ধে ভারতের সহযোগিতা চাওয়া হয়।
জবাবে ভারতীয় হাইকমিশনার শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহযোগিতার আশ্বাস দেন।











