নিজস্ব প্রতিনিধি: ২১আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অন্যান্য সব নেতৃবৃন্দ হাইকোর্ট থেকে খালাস পাওয়ায় ফ্রান্সে যুবদলের পক্ষ থেকে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার (১ ডিসেম্বর) স্থানীয় উইচ রেষ্টুরেন্টে এ উৎসব পালন ও মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় ফ্রান্স বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা দাবি করে বলেন, ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্তৃক দায়েরকৃত ২১ আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলীয় নেত্রবৃন্দকে দীর্ঘদিন আসামি করে রাখা হয়েছিল। আলহামদুল্লিাহ! আজ নিরপেক্ষ বিচার বিভাগের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে। তারা অবিলম্বে আইনি প্রক্রিয়া শেষ করে জননেতা তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।