ফ্রান্সের চলমান রেল ধর্মঘটের বিপক্ষে ও সরকার পরিকল্পিত সংস্কার প্রস্থাবের পক্ষে অবস্থান নিয়েছেন ফরাসী জনগন। ৫ ও ৬ এপ্রিল ফ্রান্সের জনপ্রিয় সাপ্তাহিক “জুখনাল দ্য দিমশ” এ ব্যাপারে এক জরীপ চালায়। জরীপে দেখা গেছে অধিকাংশ ফরাসী সরকার প্রস্থাবিত সংস্কারের পক্ষে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। আজ প্রকাশিত এ জরীপে দেখা গেছে ৬২ শতাংশ মানুষ চান সরকার যেন তার সংস্কার প্রস্থাবকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যান। জরীপে আরেকটি তাৎপর্যপূ্র্ণ দিক হচ্ছে, ধর্মঘটের বিপক্ষে জনমতের দ্রুত মত পরিবর্তন। আগের সপ্তাহে যেখানে ৫১ শতাংশ মানুষ সংস্কার প্রস্থাবের পক্ষে ছিলেন, এক সপ্তাহের ব্যবধানে তা বেড়ে দাঁড়িয়েছে ৬২ টি শতাংশে। এর কারন মানুষ চায় এর একচেটিয়া প্রাধান্য ভেঙে ফেলা হোক। সংস্কার প্রস্থাব বাস্থবায়িত হলে এর নতুন প্রতিদ্বন্দি তৈরী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।
সর্বশেষ সংবাদ