ইতালীর রাজধানী রোমে বিশ্বের অন্যতম আশ্চর্য কোলসিয়ামের সামনে দেশে নিরাপদ সড়ক চাই ছাত্র আন্দোলনের সাথে একমত প্রকাশ করে মানব বন্ধন করেছে রোমের বিভিন্ন ইউনির্ভাসিটির শিক্ষার্থীরা।
এসময় প্রতিবাদকারীরা বলেন, নিরাপদ সড়ক নিদর্লীয় নিরপেক্ষ আন্দোলন। দেশের ১৭ কোটির মানুষের এ দাবী আদায়ে দেশের ছোট ভাইয়েরা রাজপথে নেমেছে। আমরা তাদের সাথে ঐক্যমত পোষন করে রোমে প্রতিবাদ করছি। আমরা চাই ছাত্রদের সকল শর্ত মেনে তা দ্রুত বাস্তবায়ন।
তারা আরো বলেন, যে সকল সন্ত্রাসীরা ছাত্রদের রক্তাত করেছে তার বিচার এবং আহতদের সুচিকিৎসা করতে হবে। ছাত্র আন্দোলনকে রাজনৈতিক দিক না নিয়ে দেশের নিরাপদ সড়ক ব্যবস্থা ও সকল ছাত্রদের উজ্জ্বল ভবিষতের নিশ্চয়তরি দাবী করেন প্রতিবাদ থেকে।
প্রতিবাদকারীরা বলেন, পৃথিবীর কোন দেশে নেই শুধুমাত্র নিরাপদ সড়ক দাবীতে ছোট ছোট ছাত্রদের রক্ত ঝরেছে, আর কোন সংহিসতা নয় সকল দাবী অবিলম্বে বাস্তবায়ন করা হোক।