সোমবার দিবাগত রাতে কোপা আমেরিকা মিশনে নামছে বিশ্ব ফুটবলের অন্যতম পরাশক্তি আর্জেন্টিনা। এই টুর্নামেন্টে শিরোপা জিতে আর্জেন্টিনার হয়ে ট্রফি শূন্যতা ঘুচানোর সুযোগ রয়েছে লিওনেল মেসির সামনে।
টানা দুবার যে প্রতিপক্ষের কাছে কোপার ফাইনালে হেরেছে, সেই চিলির বিরুদ্ধেই এবার অভিযান শুরু করছে মেসিরা। বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ৩টায় ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১, সনি টেন ২ ও সনি সিক্স।
আসরের প্রথম দিনে জয় পেয়েছে স্বাগতিক ব্রাজিল। নেইমারের নৈপুণ্যে ভেনেজুয়েলাকে ৩-০ ব্যবধানে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।