গত বৃহস্পতিবার শতাধিক শ্রম ইউনিয়নের ডাকে ফ্রান্স জুড়ে কয়েক লাখ সরকারী ও রেল কর্মচারী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্থায় নেমে বিক্ষোভ দেখান। তাদের কর্মবিরতির কারনে গোটা ফ্রান্সে এক ধরনের অচলাবস্থা নেমে আসে। আগামী কয়েকদিনে এরকম আরো বেশ কিছু ধর্মঘটের সম্ভাবনা রয়েছে। কিন্ত সাধারণ ফরাসীদের অধিকাংশই এধর্মঘটকে ব্যর্থ বলে মনে করছেন। তারা বরং এ ধরনের ধর্মঘটকে সমর্থন না করে বরং অবিচার বলছেন। ফরাসী দৈনিক ল্য ফিগারো পরিচালিত এক জরীপে এমন চিত্র উঠে এসেছে। জরীপে অংশ নেয়া ৫৮ শতাংশ ফরাসী মনে করেন বারবার এবং অনির্দিষ্টকালীন এমন ধর্মঘট সঠিন নয়। এছাড়া জরীপে অংশ নেয়া ৫৫ শতাংশ মানুষ মনে করেন বৃহস্পতিবারের ধর্মঘট বরং ব্যর্থ হয়েছে। এদিকে প্রতি ১০ জনের ৪ জন ফরাসী রেল কর্মকর্তাদের অনির্দিষ্টকালীন ধর্মঘটকে অগ্রহণযোগ্য মনে করেন। বিশেষ করে এ ধরনের ধর্মঘটের কারনে যাত্রীদের মারাত্মক অসুবিধার কথা বিবেচনা করা হচ্ছে না বলে তারা মনে করেন। আবার সরকার কর্মচারীদের দাবী মেনে নিবে না, তার অবস্থানে অনড় থাকবে এমন প্রশ্নের জবাদে ফরাসীরা বিভক্ত, ৪৯ শতাংশ জনগণ মনে করেন সরকার তার অবস্থানে থেকে কঠোরভাবে তা মোকাবিলা করবে আর ৫০ শতাংশ মনে করেন সরকারের তাদের দাবী আমলে নিয়ে এ ধরনের ধর্মঘট এড়ানোর সর্বাত্মক চেষ্টা করা উচিৎ।
সর্বশেষ সংবাদ