গত দুই বছরে ফ্রান্সের বিভিন্ন অঞ্ছলে মশাবাহিত রোগ চিকনগুনিয়া, ডেংগু ও জিকার প্রাদূর্ভাব দিগুন হয়েছে। এজন্য ফরাসী স্বাস্থ মন্ত্রণালয় ফ্রান্স জুড়ে প্রায় ৪২ টি বিভাগে বিশেষ সতর্কতা জারি করেছেন। এসমস্থ মশা জয়নিত রোগ বিস্থারের সময় সাধারণত ১ লা মে থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ধরা হয়। ফ্রান্সের স্বাস্থ অধিদপ্তর জনগণকে চিকনগুনিয়া, ডেংগু ও জিকা সম্পর্কে বিশেষভাবে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে।
বেশ কয়েকটি বিভাগ যেখানে গেল বছর এধরনের মশার প্রাদূর্ভাব লক্ষ করা গিয়েছিলে এবারও এ বিভাগগুলো সতর্কতার আওতায় রয়েছে। এর মধ্যে l’Aisne, le Bas-Rhin, le Haut-Rhin, les Hauts-de-Seine, le Val-de-Marne, la Vendée ou encore le Maine-et-Loire এবিভাগগুলো উল্লেখযোগ্য।