ফ্রান্স সরকারের প্রস্থাবিত নতু অভিবাসন ও উদ্বাস্তু আইনের বিপক্ষে ভোট দেওয়ার জেরে হুমকির শিকার হয়েছেন তিনজন সরকার সমর্থক আইন প্রণেতা। Matthieu Orphelin, Sonia Krimi et François-Michel Lambert নামের রিপাবলিক ওঁ মাখস দলের এই তিন আইন প্রণেতা জীবন নাশের হুমকি সংবলিত চিঠি গ্রহণ করেন। ফরাসী সংসদে এসব সাংসদ প্রস্থাবিত অভিবাসন আইন সংস্কার সংক্রান্ত ভোটে, ভোট দানে বিরত থাকেন। যদিও তাদের এ প্রতিবাদ আইন পাশে কোন ভূমিকা রাখতে পারেনি। তারপরও এসব সাংসদকে চিঠীর মাধ্যমে হুমকি দেয়া হল। তিন সাংসদের দুই জন তাদেরকে দেয়া চিঠি প্রকাশ করেছেন।
এদিকে Bouches-du-Rhône সংসদীয় আসন থেকে নির্বাচিত সাংসদ François-Michel Lambert এ হুমকির প্রেক্ষিতে থানায় সাধারণ ডাইরি দায়ের করেন। এসব সাংসদের কাছে পাঠানো চিঠির ঠিকানা হাতে লেখা বড় হাতের হরফে সংসদে তাদের অফিসের ঠিকানায় পাঠানো হয়েছে।