প্যারিস দুই এর জনাকীর্ণ ও পর্যটন এলাকা ওপেরায় ছুরি হামলায় হামলাকারীসহ দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর। তাদেরকে হাস্পাতে জরুরী চিকিৎসা দেয়া হচ্ছে। এদিকে পুলিশের গুলিতে প্রাণ হারিয়েছেন হামলাকারীও। ফরাসি সংবাদমাধ্যমগুলো এসব তথ্য জানিয়েছে।
এদিকে আইএস এ হামলার দায় স্বীকার করেছে। মক্বা থেকে তাদের এক এজেন্টের মাধ্যমে এ দায় স্বীকার করেছে। এদিকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যক্রোন এক টুইট বার্তায় বলেন আবারও ফ্রান্সকে রক্তাক্ত করা হয়েছে। কিন্ত ফ্রান্স সন্ত্রাসীদের কোন ছাড় দেবে না। তিনি পুলিশের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন। তবে হামলাকারী সম্পর্কে এখনো বিস্থারিত কিছু জানা যায় নি। তবে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্চে।