মিনহাজ হোসেন ইতালীঃ মাল্টিমিডিয়া ইভেন্টস আয়োজিত সেমিফাইনালে ১০জুন রবিবার সকাল ৯টা থেকেই রোমের বিভিন্ন সিলেকশন রাউন্ড থেকে ইয়েস কার্ড বিজয়ী প্রতিযোগীরা স্বপরিবারে আসতে থাকেন রোমের প্রেনেসিটিনাস্থ লাকুইল্লা হলে। রেজিষ্ট্রেশন শেষ হতেই সবাইকে দেয়া হয় নামবিহীন শুধুমাত্র নম্বরভিত্তিক কার্ড । এই কার্ড নম্বর অনুযায়ী সকল প্রতিযোগী বিভাগ অনুযায়ী তাদের যোগ্যতার প্রমান দেন।
রোমের মোট ১১ টি স্থানে অনুষ্ঠিত সিলেকশন রাউন্ডের ১৮৫জন ইয়েস কার্ড বিজয়ীরা সেমি ফাইনালে অংশগ্রহনের সুযোগ লাভ করেন।
অনুষ্ঠানের শুরুতে সবাইকে স্বাগত জানান আয়োজনের কোর্ডিনেটর হাফেজ মাওলানা মিকাইল হুসাইন। সাথে ছিলেন আয়োজনের ২য় প্রজন্মের প্রতিনিধি রিফাত আরিপিন এবং জেসমিন।
সেমিফাইনালে বিচারকের দায়িত্ব পালন করেন রোমের ৫জন সুপরিচিত বিশিষ্ট ইমাম এবং খতিবগন। এরা হলেন মাওলানা রহমত উল্লাহ, হাফেজ মাওলানা ফারুক সরকার, হাফেজ মোহাম্মদ শাহজালাল, হাফেজ মাওলানা ইমরান কবির এবং শায়খ মোহাম্মদ বিন মোহাম্মদ।
আয়োজনে বিভিন্ন মসজিদের ইমাম এবং খতীবগনসহ স্বপরিবারে উপস্থিতি ছিল বিশেষভাবে লক্ষ্যনীয়।
রোমে সিলেকশন রাউন্ডের মাধ্যমে এই ধরনের আয়োজন এবারই প্রথম।
অনুষ্ঠানের ৬-১২বছর বয়স ক্যাটাগরী কোরআন তেলওয়াতে ৭৯জন প্রতিযোগী অংশগ্রহন করায় বিভাগটি ৬-৯ এবং ১০-১২ এই দুই ভাগে মোট ১৫জনকে গ্রান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। আগত দর্শগন কমবয়সী শিশু কিশোরদের স্বাচ্ছন্দম্যয় উপস্থাপন দেখে অভিভূত হন। এসময় উৎসাহী ইতালীয়ানদের উপস্থিত হয়ে আয়োজন উপভোগ করেন।
আয়োজনের ২য় অংশ বিকেলে পাশ্ববর্তী মসজিদে মক্কীতে অনুষ্ঠিত হয়। ইসলামিক ট্যালেন্টশোর কোরআন তেলওয়াত ক্যাটাগরীতে ৩ বিভাগে মোট ২৩জন, হিফজুল কোরআন ক্যাটাগরীর ২বিভাগে ১০জন, ইসলামী গান ক্যাটাগরীর ৩বিভাগে ১৭জন এবং ইসলাম নিয়ে বক্তব্য ক্যাটাগরীর ২বিভাগে ৮জনসহ সবমোট ৫৫জন প্রতিযোগী গ্রান্ড ফাইনালের সুযোগ পেয়েছেন।
আগামী ৩০ জুন শনিবার বিকেল ৩টায় রোমের সুপরিচিত থিয়েটার সান লিয়নে অনুষ্ঠিত হবে জাক-জমক গ্রান্ড ফাইনাল অনুষ্ঠান। অনুষ্ঠানে সকল প্রতিযোগী ছাড়াও সকল দর্শকদের জন্যই থাকেবে গিফট প্যাকসহ আকর্ষনীয় পুরষ্কার।বিজয়ীরা পাবেন ক্রেষ্টসহ আকর্ষনীয় ডিজিটাল উপহার।
মাল্টিমিডিয়া ইভেন্টস আয়োজিত ইসলামিক ট্যালেন্টশো অনুষ্ঠানের সোসাল মিডিয়া পার্টনার জনপ্রিয় ফেসবুক পেজ- আমরা ইতালী প্রবাসী এবং লোকাল মিডিয়া পার্টনার জন্মভূমি। টিভি মিডিয়া এটিএনবাংলা, চ্যানেল আই এবং অফিসিয়াল টিভি মিডিয়া পার্টনার বাংলাটিভি।প্রধান সহযোগিতায় আছে জোভানী মুসলমানী রোম।
আয়োজন সম্পর্কে আরো তথ্য জানতে সরাসরি আমাদের ফেসবুক পেজ- ইসলামিক ট্যালেন্ট শো ভিজিট করতে পারেন।
গ্রান্ড ফাইনালে অংশগ্রহনের জন্য যারা নির্বাচিত হলেন, তাদের নাম এবং তথ্য।
কোরআন তেলোয়াতে বয়স ৬-৯
১.ফজলুল সুবাইতা (বয়স-সাত) কার্ড নং-৯
২.মাহিন মোহাম্মদ (বয়স-নয়) কার্ড নং- ৬১
৩. লামিয়া জাবেদ (বয়স-আট) কার্ড নং-৮৮
৪.মাইমুনা ইসলাম (বয়স-ছয়) কার্ড নং-১৪৪
৫. হক মো মাহফুজুল (বয়স-সাত) কার্ড নং-১৫৩
৬. তাহসিন সাবিহা (বয়স-নয়) কার্ড নং-১৬৮
৭. মো ইয়াহিয়া হোসেইন (বয়স-ছয়) কার্ড নং-১৮৬
৮. মারওয়ান আলম (বয়স-আট) কার্ড নং-১৯৬
কোরআন তেলোয়াতে বয়স ১০-১২
৯.মুসতাইন হোসেইন (বয়স-দশ) কার্ড নং-১৮
১০.আসফিয়া ভুইয়া (বয়স-দশ) কার্ড নং-১০৪
১১.জেসিকা আক্তার (বয়স-দশ) কার্ড নং-১১৮
১২.মাহামুদুর রহমান (বয়স-দশ) কার্ড নং-১৩৫
১৩. রিহাব কাইয়ুম (বয়স-এগারো) কার্ড নং-১৩৮
১৪. হক ফেরদোউস (বয়স-দশ) কার্ড নং-১৫৪
১৫. সাদেক রহমত (বয়স-দশ) কার্ড নং-১৫৫
কোরআন তেলোয়াতে বয়স ১৩-১৮
১৬. জুবায়ের হোসেইন (বয়স-১৪) কার্ড নং-৪৫
১৭. হোসেইন বিন মনির (বয়স-১৪) কার্ড নং-১৩১
১৮. সায়েম হোসেইন (বয়স-১৬) কার্ড নং-১১০
১৯. আলিফ রহমান (বয়স-১৬) কার্ড নং-১১৩
২০. আশরাফুল হক সরকার (বয়স-১৫) কার্ড নং-১৮৪
কোরআন তেলোয়াতে বয়স ১৯-২৯
২১. ফয়সাল আহদেম (বয়স-২৮) কার্ড নং-৭১
২২. কবির আরমান (বয়স-১৯) কার্ড নং-৫০
২৩. আবু বকর (বয়স-২৪) কাড নং-১৩০
হিফজুল কোরআন বয়স ৬-১২
২৪. কারী আলোক (বয়স-১১) কার্ড নং-৪২
২৫. জেনিফা তাবাচ্ছুম (বয়স-১০) কার্ড নং-৬
২৬. মাহমুদুর রহমান (বয়স-১০) কার্ড নং-৩৭
২৭. ইকরাম মো ইকবাল (বয়স-১১) কার্ড নং-৮৪
২৮. আহনাফ হোসেইন খোকন (বয়স-১০) কার্ড নং-১৯৯
২৯. ইফাদ মো ইকবাল (বয়স-৭) কার্ড নং-৭৯
হিফজুল কোরআন বয়স ১৩-১৯
৩০. আবদুল হাসিব (বয়স-১৫) কার্ড নং-৯৫
৩১. নিসার উদ্দিন (বয়স-১৫) কার্ড নং-৭৭
৩২. আশরাফুল হক সরকার (বয়স-১৩) কার্ড নং-৫৯
৩৩.আশফিকা খান তানজুম (বয়স-১৩) কার্ড নং-১৪৮
ইসলামী গান বয়স ৬-১২
৩৪. নাবিলা শিকদার (বয়স-১২) কার্ড নং-১৮৯
৩৫. সুবাইতা ফজলুল (বয়স-৭) কার্ড নং-১৮১
৩৬. মেহজাবিন হোসেইন (বয়স-৬) কার্ড নং-১৬০
৩৭.সিনহা তাহসিন (বয়স-১০) কার্ড নং-১১
৩৮.ইদরাক রহমান মাদানী (বয়স-৭) কার্ড নং-১০
৪০.জেসিন আক্তার (বয়স-১০) কার্ড নং-৬৫
৪১. নুসিবা রহমান (বয়স-১০) কার্ড নং-১৮৭
৪২. ফেরদৌস হক (বয়স-১০) কার্ড নং-১৪৬
৪৩. আদন জান্নাতুল (বয়স-৯) কার্ড নং-১২৪
৪৪. জামিল উদ্দিন(বয়স-১২) কার্ড নং-২৯
ইসলামী গান বয়স ১৩-১৮
৪৫. রিফাত বেপারী (বয়স-১৮) কার্ড নং-৪১
৪৬. মাহদিন ইসলাম (বয়স-১৬) কার্ড নং-২০
৪৭. নাজমুল হোসেইন (বয়স-১৬) কার্ড নং-১২২
ইসলামী গান বয়স ১৯+
৪৮. ফয়সাল আহমেদ (বয়স-২৮) কার্ড নং-৮৯
৪৯. অলিজা সিরাজ (বয়স-৩০) কার্ড নং-১৪৯
৫০. আবদুর রহিম আল হাসান (বয়স-২৮) কার্ড নং-৩২
ইসলামী বক্তব্য বয়স ৬-১২
৫১. হাসান রাজা (বয়স-১১) কার্ড নং-১৩
৫২. জুবায়েদ সালাম নুহ (বয়স-১১) কার্ড নং-১১৯
৫৩. এহসান মীর (বয়স-১৪) কার্ড নং-১৫৯
৫৪. মাহমুদুর রহমান (বয়স-১২) কার্ড নং-১১৭
৫৫. মাহিমা মীর (বয়স-৬) কার্ড নং-১৭৭
৩৯.মালিহা মোহাম্মদ মেহজাবীন (বয়স-১১) কার্ড নং-১৭১
ইসলামী বক্তব্য বয়স ১৩-১৯
৫৬. উমর ইসলাম (বয়স-১৩) কার্ড নং-৬৪
৫৭. জুবায়ের হোসেইন (বয়স-১৪) কার্ড নং-১৮৮
৫৮. ফারদিন জামান(বয়স-১৫) কার্ড নং-২৭
বিশেষ ঘোষনা
সেমি ফাইনালে অংশগ্রহনকারীরা যারা সার্ট