গত সোমবার (২৫ জুন) হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ(এইচআরপিবি) এর ফ্রান্স শাখার সভাপতি শামসুল ইসলামের সাথে লন্ডনে এইচআরপিবি কার্য্যালয়ে প্রিন্সলেট সংগঠনের ইউকে শাখার এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।
ইউকে শাখার প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মুহাম্মাদ শরীফুজ্জামানের পরিচালনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এইচআরপিবি ইউকের সভাপতি মোঃ রহমত আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এইচআরপিবি ইউকে শাখার সহ সভাপতি ও যুক্তরাজ্যের (টাওয়ারহ্যামলেটসের) প্রথম বাংলাদেশী (সাবেক) মেয়র মোঃ গোলাম মর্তুজা, এইচআরপিবিফ্রান্স শাখার সভাপতি মোঃ শামসুলইসলাম।
গোলাম মর্তুজা তাঁর বক্তব্যে –হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ এর সভাপতি বিশিষ্ট আইনজীবী মনজিল মোরসেদ এর বিভিন্ন কার্যক্রমের বেশ প্রশংসা করেন। তিনি দেশের উন্নতিতে প্রবাসীদের অগ্রণী ভূমিকা থাকা সত্ত্বেও প্রবাসীদের জান–মালের কোন নিরাপত্তা দেশে না থাকায় হতাশা প্রকাশ করেন। তবে এই হতাশার মধ্যেও ‘হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ’ যেভাবে প্রবাসীদের বিভিন্ন সমস্যায় পাশে এসে দাঁড়াচ্ছে তাতে তিনি এইচআরপিবি চেয়ারম্যান মনজিল মোরসেদ সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।
ফ্রান্স শাখার সভাপতি মোঃ শামসুলইসলাম তাঁর বক্তব্যে – ফ্রান্সএইচআরপিবি’র চলমান বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন দাবি-দাওয়া যা অচিরেই তুলে ধরা প্রয়োজন তা নিয়ে মত বিনিময় করেন। এক কথা প্রসঙ্গে বৃটেনের মত ফ্রান্স থেকে ও বাংলাদেশ বিমানের সরাসরি সার্ভিস চালুর ব্যাপারে ও তিনি অভিমত ব্যক্ত করেন। তিনি আর ও জানান, এইচআরপিবি চেয়ারম্যানমনজিল মোরসেদ প্রবাসীদের যে কোন যৌক্তি দাবি-দাওয়া আদায়ে স্বদেশে আপ্রাণ চেষ্টা করবেন বলে তাঁকে প্রতিশ্রুতি দিয়েছেন। অবশেষে তিনি ইউকে এইচআরপিব’র আতিথেয়তায় মুগ্ধতা প্রকাশ করেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ওউপস্থিত ছিলেন – এইচআরপিবিইউকে শাখার কোষাধ্যক্ষ মৌলানারফিক আহমদ, সহ সম্পাদক আবুলহোসনে, অফিস সম্পাদক তাহেরকামালী, ইসি মেম্বার মিসবাহ উদ্দিনআহমদ, মোঃ ইসলাম উদ্দিন, ফারুকআহমেদ,মোঃ মলিকুজ্জামান (মামুন)ও খান জামাল নুরুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, জনস্বার্থ ও মানবাধিকার রক্ষায় ব্রতী সংগঠন ‘হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি)’ স্বদেশে প্রবাসিদের জায়গা সংক্রান্ত সমস্যা নিয়ে বিশেষ ভাবে সহায়তা করছে। সংগঠনটির চেয়ারম্যান (পরিবেশ রক্ষায় জাতীয় পদকপ্রাপ্ত) সুপ্রিম কোর্ট আইনজীবি এডভোকেট মনজিল মোরসেদ। মানব সেবায় সংগঠনটির রয়েছে বিরামহীন কার্যক্রম। এইচআরপিবি এর উল্লেখযোগ্য কিছু সেবাসমূহ হচ্ছে: লিগাল এইড, জনস্বার্থে মামলা দায়ের, সালিস-নিস্পত্তি, আপোস ও মধ্যস্থতা ইত্যাদি।