২য় রাউন্ডে দিনের ২য় ম্যাচে মুখোমুখি হয় পর্তুগাল এবং উরগুয়ের। সেই ম্যাচের প্রথম থেকেই আক্রমন-পাল্টা আক্রমন চালাতে থাকে দুই দল। ম্যাচের প্রথমেই উরুগয়েকে লীড এনে দেন কাভানি।
ম্যাচের ৭ মিনিটের মাথাতেই গোল করেন তিনি। এরপরে পর্তুগাল দলকে সমতায় ফেরান পেপে। ৫৫ মিনিটের মাথায় গোল করেন তিনি। এরপরে আবারো দলকে এগিয়ে নিয়ে যান কাভানি। তার দেওয়া গোলেই লীড নেয় উরুগুয়ে।
কিন্তু সেই গোলের পরেই ইনজুরিতে পড়েন তিনি। হাত দিয়ে ইশারা দেন সাইডবেঞ্চে। এরপরে মাঠ ছাড়তে পারছিলেন না তিনি। রোনালদো এসে কাভানিকে ধরে মাঠ ছাড়তে সহায়তা করেন। এতে তাহলে কাভানির বিশ্বকাপ হয়ে গেল? এখন এটা স্পষ্ট নয় উরুগুয়ে দলের পক্ষ থেকে এখনও কিছু জানা যায়নি।