থাইল্যান্ডের গুহায় আটকে পড়া খুদে ফুটবল দলের কোচসহ ফুটবলারদের জন্য ফিফা বিশ্বকাপ ফাইনালের জন্য ১৩টি আসন বরাদ্দ রাখা হবে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা খুদে ফুটবলারদের জন্য এ উপহার ঘোষণা করেছে। আজ মঙ্গলবার বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছেন, আগামী ১৫ই জুলাই রাশিয়ার মস্কোতে অবস্থিত লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবল ফাইনালে থাইল্যান্ডে গুহায় আটকে পড়া ফুটবল দলটির কোচসহ মোট ১৩ জনের জন্য ১৩টি আসন বরাদ্দ রাখা হবে।
প্রসঙ্গত, কোচের সাথে ঘুরতে গিয়ে গুহায় আটকে পড়া ১৩ জনকে উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির সরকার। গত দুই দিনে আটজনকে উদ্ধারের পর আজ মঙ্গলবার টানা তৃতীয় দিনের মতো গুহায় থাকা বাকি পাঁচজনকে উদ্ধারের জন্য প্রস্তুতি নিচ্ছেন ডুবুরিরা।
সর্বশেষ সংবাদ
থাইল্যান্ডের গুহায় আটকে পড়া সেই ফুটবলাররা বিশ্বকাপ ফাইনাল দেখার সুযোগ পাচ্ছেন
ট্যাগস :