ফুটবলপ্রেমীদের চমকে দেওয়া ক্রোয়েশিয়া আর শক্তিশালী ফ্রান্সের মধ্যকার ফাইনাল ম্যাচ দিয়েই পর্দা নামছে রাশিয়া বিশ্বকাপের। পুরো টুর্নামেন্টেই ধারাবাহিকভাবে ভালো পারফর্ম করেছে ফ্রান্স। এজন্য ফরাসিরা মনে করছেন তাদের প্রিয় দলই আজ জয়ের মুকুট মাথায় নিবে। আজ ফ্রান্সের জনপ্রিয় সাপ্তাহিক ‘জুর্নাল দ্য দিমশে প্রকাশিত এক জরিপ বলছে শতকরা ৮৪ শতাংশ ফরাসি মনে করেন আজ ফাইনালে ক্রোয়েশিয়াকে হারাবে ফ্রান্স। যারা নিয়মিত ফুটবল দেখেন বা ভালবাসেন তাদের মধ্যে এ হার ৯০ শতাংশের উপরে।
অন্যদিকে, বিশ্বকাপের চলতি আসরে একের পর এক চমক দেখিয়ে প্রথমবারের মতো ফাইনাল নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। ফ্রান্স সময় বিকাল ৫ টায় মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে শুরু হবে শিরোপা জয়ের ম্যাচটি। এ ম্যাচটি উপভোগ করতে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ মাঠে থাকবেন বলে এলিজে সূত্র নিশ্চিত করেছে।