সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরান এর সমর্থনে, ফ্রান্সে বসবাসরত বদর উদ্দিন আহমদ কামরান সমর্থক গোষ্ঠীর উদ্যোগে প্যারিসের গার্দ নর্দে এক নির্বাচনী প্রচার সভা অনুষ্ঠিত হয়েছে।
ফ্রান্স আওয়ামী লীগ সহ- সভাপতি সুব্রত ভট্টাচার্যের সভাপতিত্বে ও ফ্রান্স আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সাল উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান
অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড এর পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল।
অথিতিকে ফুলদিয়ে বরণ করেন ফ্রান্স আওয়ামী লীগের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আজমল হোসেন ও মুহাম্মদ আব্দুল হামিদ।
এছাড়াও অথিতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ফ্রান্স যুবলীগ ও ছাত্রলীগ ,জালালাবাদ এসোসিয়েশন, মৌলভীবাজার যুব উন্নয়ন পরিষদ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
প্রধান অথিতির বক্তব্যে নাদেল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে উন্নত বিশের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। সফল প্রধানমন্ত্রীর উন্নয়নমূলক কাজ সিলেট সহ সারা দেশে সমভাবে হয়েছে। এসব উন্নয়ন অব্যাহত রাখতে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার প্রতীক নৌকার বিজয় নিশ্চিত করতে মেয়র প্রার্থী বদর উদ্দিন আহমদ কামরানের পক্ষে যার যার আত্মীয়স্বজনের কাছে ফোনের মাধ্যমে যোগাযোগ করে ভোট চাওয়ার জন্য সবাইকে আহবান জানান তিনি।