ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

ইমরানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

  • আপডেট সময় ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ২৯২ বার পড়া হয়েছে

পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর এই কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআই সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে এবং ইমরানই পাকিস্তানের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

বুধবারের নির্বাচনের কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগও প্রকাশ করেছেন। মুখপাত্র বলেন, নতুন সরকার গঠনের জন্য পাকিস্তান নেতাদের নির্বাচন করেছে। আমরা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছি আমরা। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রতিবেদনেরও অপেক্ষা করছি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছ থেকে সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১১০টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৬৩টি আসন। আর ৪২টি আসনে জয় নিশ্চিত করে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। এখনও ১৯টি আসনে ফল ঘোষণা বাকি আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা

ইমরানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় যুক্তরাষ্ট্র

আপডেট সময় ১১:৩৩:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮

পাকিস্তানের সদ্য সমাপ্ত নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারের সঙ্গে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়ে কাজ শুরু করার অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার পাকিস্তানের সাধারণ নির্বাচনের বেসরকারি ফল প্রকাশের পর এই কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। এবারের নির্বাচনে সাবেক ক্রিকেটার ইমরান খানের নেতৃত্বাধীন দল পিটিআই সবচেয়ে বেশি আসনে জয় পেয়েছে এবং ইমরানই পাকিস্তানের পরবর্তী সম্ভাব্য প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এখবর জানিয়েছে।

বুধবারের নির্বাচনের কিছু বিষয় নিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র উদ্বেগও প্রকাশ করেছেন। মুখপাত্র বলেন, নতুন সরকার গঠনের জন্য পাকিস্তান নেতাদের নির্বাচন করেছে। আমরা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধির লক্ষ্যে নতুন সরকারের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

নির্বাচনের ফলাফল নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া জানতে চাইলে মুখপাত্র বলেন, পাকিস্তানের নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ফলাফলের অপেক্ষায় রয়েছি আমরা। একই সঙ্গে আমরা পর্যবেক্ষণকারী সংস্থাগুলোর প্রতিবেদনেরও অপেক্ষা করছি।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের কাছ থেকে সর্বশেষ হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত ১১০টি আসনে জয় পেয়েছে ইমরান খানের দল পিটিআই। পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএলএন) পেয়েছে ৬৩টি আসন। আর ৪২টি আসনে জয় নিশ্চিত করে তৃতীয় অবস্থানে আছে পাকিস্তান পিপল’স পার্টি (পিপিপি)। এখনও ১৯টি আসনে ফল ঘোষণা বাকি আছে।