ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ২০ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে ব্যবসার মালিকানা পাবেন প্রবাসীরা স্রোতে’র আয়োজনে বিজয়ের কবিতাপাঠ বরিশাল বিভাগীয় কমিউনিটি ফ্রান্স’র নতুন কমিটি ঘোষণা যুক্তরাজ্য বিএনপির নেতা সুহেল আহমদের স্বদেশ প্রত্যাবর্তন: বিমানবন্দর ও বালাগঞ্জে বর্ণাঢ্য সংবর্ধনা মাদ্রাসাবাজারে সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্য প্রবাসী লিটন আহমদ রফু সংবর্ধিত বালাগঞ্জে ‘আত-তাকওয়া’ প্রকল্প পরিদর্শনে প্রবীণ কমিউনিটি নেতা শাহনূর চৌধুরী বিসিএফ আয়োজিত স্টুডেন্টস এওয়ার্ড এন্ড রিইউনিয়ন ২০২৪ ক্রমশঃ এর ব্যাপ্তি ও গ্রহণযোগ্যতা বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স (বিসিএফ) ৬ষ্ট কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্টিত বিসিএফ কমিউনিটি এওয়ার্ড ২০২৪ – পেলেন ‘ফ্রান্স দর্পণ’ প্রকাশক মিয়া মাসুদ

ফুটবল ট‌ুর্না‌মে‌ন্টে রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়ার অংশগ্রহণ

  • আপডেট সময় ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮
  • ২১৪ বার পড়া হয়েছে

মিনহাজ হোসেন ইতালীঃ ফুটবল প্রিয় দেশ ইতা‌লি‌তে বাংলা‌দে‌শের অবস্থান করার প্রত্যাশায় বাংলা‌দেশ জাতীয় ক্রীড়‌া সংস্থা আয়ো‌জিত শ্রী পরান কৃষ্ণ সাহা স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টে ১মবা‌রের মত র‌য়েল ক্লাব বা‌তি‌স্তি‌নি ক‌র্ণে‌লিয়া অংশগ্রহন ক‌রে‌ছে।

‌রো‌মের যুব সমাজ‌কে স‌ঠিক প‌থে প‌রিচা‌লনায় ক্লা‌বের ভূ‌মিকা রাখ‌তে অক্লান্ত প‌রিশ্রম ক‌রে‌ছেন প‌রিচালক শেখ মামুন ও সহ প‌রিচালক শাহ শওকত।
এছাড়াও সহ‌যো‌গিতায় র‌য়ে‌ছেন সারোয়ার হো‌সেন, সোলায়মান, লোকমান ভূইয়া, মোজা‌হিদ খা‌দেম, জিকু রহমান বাচ্চু, মাসুদুর রহমান ও বা‌তি‌স্তি‌নি-ক‌র্নে‌লিয়ার নেতৃবৃন্দ। স্পন্সর হি‌সে‌বে এগি‌য়ে এসে‌ছে সো‌হেল চৌধুরী, মো: আমিন, প্রচা‌রে মো: মিঠু।

ক্লা‌বের প‌রিচালক শেখ মামুন সহ অন্যান্যরা ম‌নে ক‌রেন, সমাজ‌কে এগি‌য়ে নি‌য়ে বি‌ভিন্ন কর্মকা‌ন্ডের পাশপা‌শি খেলাধূলা অ‌তি প্র‌য়োজনীয়। টুর্না‌মে‌ন্টে আমরা শ‌ক্তিশালী দল না হ‌লেও আমা‌দের ম‌নোবল অ‌নেক শক্ত। এবছর না হ‌লেও আগামী‌তে কৃতী‌ত্বের স্বাক্ষর রাখ‌তে সক্ষম হ‌বো।

এসময় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আব্দুর র‌শিদ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, খেলা প‌রিচালক মু‌হিব হাসান, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, মাহবুবুল আলম প্রধান, আবুল বাসার, প্রচার সম্পাদক মিজানুল হক মিজু ও ১নং সদস্য ইমাম হাসান লিখন উপ‌স্থিত ছি‌লেন।

‌খেলায় টুর্না‌মে‌ন্টের অন্যতম শ‌ক্তিশালী দল ইন্টার বাংলার মু‌খোমু‌খি হয় নবাগত দল রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়া। সং‌শ্লিষ্টরা ম‌নে ক‌রেন খেলায় ৫-১ গো‌লে পরা‌জিত হ‌লেও র‌য়েল ক্লাব বা‌তি‌স্তি‌নি ক‌র্নে‌লিয়ার অ‌ভিজ্ঞতা অর্জন হ‌য়ে‌ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

ফ্রান্সে গহরপুরবাসীর প্রথম সামাজিক সংগঠন ‘গহরপুর এসোসিয়েশন ইন ফ্রান্স’-এর আত্মপ্রকাশ

ফুটবল ট‌ুর্না‌মে‌ন্টে রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়ার অংশগ্রহণ

আপডেট সময় ০৯:৪০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ অক্টোবর ২০১৮

মিনহাজ হোসেন ইতালীঃ ফুটবল প্রিয় দেশ ইতা‌লি‌তে বাংলা‌দে‌শের অবস্থান করার প্রত্যাশায় বাংলা‌দেশ জাতীয় ক্রীড়‌া সংস্থা আয়ো‌জিত শ্রী পরান কৃষ্ণ সাহা স্মৃ‌তি ফুটবল টুর্না‌মে‌ন্টে ১মবা‌রের মত র‌য়েল ক্লাব বা‌তি‌স্তি‌নি ক‌র্ণে‌লিয়া অংশগ্রহন ক‌রে‌ছে।

‌রো‌মের যুব সমাজ‌কে স‌ঠিক প‌থে প‌রিচা‌লনায় ক্লা‌বের ভূ‌মিকা রাখ‌তে অক্লান্ত প‌রিশ্রম ক‌রে‌ছেন প‌রিচালক শেখ মামুন ও সহ প‌রিচালক শাহ শওকত।
এছাড়াও সহ‌যো‌গিতায় র‌য়ে‌ছেন সারোয়ার হো‌সেন, সোলায়মান, লোকমান ভূইয়া, মোজা‌হিদ খা‌দেম, জিকু রহমান বাচ্চু, মাসুদুর রহমান ও বা‌তি‌স্তি‌নি-ক‌র্নে‌লিয়ার নেতৃবৃন্দ। স্পন্সর হি‌সে‌বে এগি‌য়ে এসে‌ছে সো‌হেল চৌধুরী, মো: আমিন, প্রচা‌রে মো: মিঠু।

ক্লা‌বের প‌রিচালক শেখ মামুন সহ অন্যান্যরা ম‌নে ক‌রেন, সমাজ‌কে এগি‌য়ে নি‌য়ে বি‌ভিন্ন কর্মকা‌ন্ডের পাশপা‌শি খেলাধূলা অ‌তি প্র‌য়োজনীয়। টুর্না‌মে‌ন্টে আমরা শ‌ক্তিশালী দল না হ‌লেও আমা‌দের ম‌নোবল অ‌নেক শক্ত। এবছর না হ‌লেও আগামী‌তে কৃতী‌ত্বের স্বাক্ষর রাখ‌তে সক্ষম হ‌বো।

এসময় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আব্দুর র‌শিদ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, খেলা প‌রিচালক মু‌হিব হাসান, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, মাহবুবুল আলম প্রধান, আবুল বাসার, প্রচার সম্পাদক মিজানুল হক মিজু ও ১নং সদস্য ইমাম হাসান লিখন উপ‌স্থিত ছি‌লেন।

‌খেলায় টুর্না‌মে‌ন্টের অন্যতম শ‌ক্তিশালী দল ইন্টার বাংলার মু‌খোমু‌খি হয় নবাগত দল রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়া। সং‌শ্লিষ্টরা ম‌নে ক‌রেন খেলায় ৫-১ গো‌লে পরা‌জিত হ‌লেও র‌য়েল ক্লাব বা‌তি‌স্তি‌নি ক‌র্নে‌লিয়ার অ‌ভিজ্ঞতা অর্জন হ‌য়ে‌ছে।