মিনহাজ হোসেন ইতালীঃ ফুটবল প্রিয় দেশ ইতালিতে বাংলাদেশের অবস্থান করার প্রত্যাশায় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা আয়োজিত শ্রী পরান কৃষ্ণ সাহা স্মৃতি ফুটবল টুর্নামেন্টে ১মবারের মত রয়েল ক্লাব বাতিস্তিনি কর্ণেলিয়া অংশগ্রহন করেছে।
রোমের যুব সমাজকে সঠিক পথে পরিচালনায় ক্লাবের ভূমিকা রাখতে অক্লান্ত পরিশ্রম করেছেন পরিচালক শেখ মামুন ও সহ পরিচালক শাহ শওকত।
এছাড়াও সহযোগিতায় রয়েছেন সারোয়ার হোসেন, সোলায়মান, লোকমান ভূইয়া, মোজাহিদ খাদেম, জিকু রহমান বাচ্চু, মাসুদুর রহমান ও বাতিস্তিনি-কর্নেলিয়ার নেতৃবৃন্দ। স্পন্সর হিসেবে এগিয়ে এসেছে সোহেল চৌধুরী, মো: আমিন, প্রচারে মো: মিঠু।
ক্লাবের পরিচালক শেখ মামুন সহ অন্যান্যরা মনে করেন, সমাজকে এগিয়ে নিয়ে বিভিন্ন কর্মকান্ডের পাশপাশি খেলাধূলা অতি প্রয়োজনীয়। টুর্নামেন্টে আমরা শক্তিশালী দল না হলেও আমাদের মনোবল অনেক শক্ত। এবছর না হলেও আগামীতে কৃতীত্বের স্বাক্ষর রাখতে সক্ষম হবো।
এসময় বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা সাধারন সম্পাদক আব্দুর রশিদ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের, খেলা পরিচালক মুহিব হাসান, সহ সভাপতি আল আমিন ভূঁইয়া, মাহবুবুল আলম প্রধান, আবুল বাসার, প্রচার সম্পাদক মিজানুল হক মিজু ও ১নং সদস্য ইমাম হাসান লিখন উপস্থিত ছিলেন।
খেলায় টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল ইন্টার বাংলার মুখোমুখি হয় নবাগত দল রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়া। সংশ্লিষ্টরা মনে করেন খেলায় ৫-১ গোলে পরাজিত হলেও রয়েল ক্লাব বাতিস্তিনি কর্নেলিয়ার অভিজ্ঞতা অর্জন হয়েছে।