মোহাম্মদ জাফরুল হাসানঃ সিলেটের অন্যতম গুরুত্বপূর্ণ সংসদীয় আসন সিলেট ৩ (দক্ষিন সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত) থেকে ব্যারিস্টার সালামের মনোনয়ন পাওয়ার খবরে প্রবাসীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ দেখা দিয়েছে। প্রবাসীরা মনে করছেন, এলাকায় সজ্জ্বন ব্যক্তি হিসাবে পরিচিত, ব্যারিস্টার সালাম ধানের শীষ পেলে দলের জয় ঠেকাতে পারবে না কেউ। এজন্য অনেক প্রবাসী সালামের পক্ষে নির্বাচনে কাজ করতে দেশে প্রত্যাবর্তনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়েছেন।
এ উপলক্ষে ফ্রান্সের প্যারিসে বিপুল সংখ্যক ফ্রান্স প্রবাসী দক্ষিন সুরমাবাসীর উপস্থিতিতে এক মতবিনিময় সভার আয়োজন করেন এম এ সালামের সর্থক প্রবাসীরা। রোববার সন্ধ্যায় প্যারিসের ক্যাথসীমার সোনার বাংলা রেষ্ট্ররেন্টের সেমিনার কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ফ্রান্স বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মো. রেজাউল করীম রেজা এবং সভা পরিচালনা করেন ফ্রান্স বিএনপি ও সিলেট মহানগর ছাত্রদলের সাবেক নেতা সৈয়দ তকবীর আলী।
মত বিনিময় সভায় অংশ নিয়ে বক্তারা বলেন, দেশে এখন গণতন্ত্রকে হত্যা করে আওয়ামীলীগ সরকার একনায়কতন্ত্র কায়েম করছে। ব্যারিস্টার এম এ সালাম প্রবাস থেকেও এর বিরুদ্ধে জোরাল আন্দোলন করছেন। এছাড়া প্রবাসীদের অধিকার আদায়ে তার ভূমিকা আনন্য। এলাকায়ও তার ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। সার্বিক দিক বিবেচনা করে আগামী সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে বিএনপির পক্ষে
ব্যারিস্টার এম এ সালামকে মনোনয়ন দেয়া এখন সময়ের দাবী।
সভাপতির বক্তব্যে মো. রেজাউল করীম রেজা বলেন, ব্যারিস্টার সালাম প্রবাসে বিএনপির আন্দোলনে মূল ভূমিকা পালন করেন এছাড়াও প্রবাসী বাঙালীদের উন্নয়নেও তিনি কাজ করে যাচ্ছেন। দেশের উন্নয়নের জন্য ও সর্বোপরি সিলেট-৩ আসনের উন্নয়নের জন্য একমাত্র যোগ্য ব্যাক্তি ব্যারিস্টার এম এ সালাম। তাছাড়া দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিশ্বস্ত সহচর সালাম।
সাবেক ছাত্রনেতা সৈয়দ তকবীর বলেল, সিলেট-৩ আসনের উন্নয়নর জন্য সিলেট-৩ এর বাসিন্দারা ব্যারিস্টার এম এ সালামকে চান। সিলেট-৩ তথা দক্ষিণ সুরমা, ফোঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশের উন্নয়নের জন্য তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মতবিনিময় সভায় ফ্রান্স বিএনপির অসংখ্য নেতাকর্মীর মাঝে উপস্থিত ছিলেন, ফ্রান্স বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মির্জা আব্দুলল হান্নান এপলো, মোঘলা বাজার বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আতীক আহমেদ, রাহেল আহমেদ, ওলীউর রহমান, আলমাসুর রহমান, আব্দুল কাদির, সাবেক ছাত্রনেতা নূরুল ইসলাম নাহিদ, ওয়াহিদুর রহমান, শাদিক আহমেদ, জনী আহমেদ, দেলোয়ার হোসেন সুমন, বদরুল ইসলাম, জোবরুল ইসলাম, রায়হান আহমেদ, ওয়ালীয়ুর রহমান ওলী, ফয়সল আহমেদ, আব্দুল কাদের, ইয়াসীন আলী, আসলাম উদ্দিন সহ আরও অনেকে। মতবিনিময় সভার শেষাংশে ফ্রান্স প্রবাসী প্রবীণ ব্যক্তি বিএনপি নেতা মির্জা আবুল বাসারের মাধ্যমে ব্যারিস্টার এম এ সালামের জন্য দোয়া কামনা ও মোনাজাত করা হয়।
প্রসংগত ব্যারিস্টার সালাম বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তজার্তিক বিষয়ক সম্পাদক। তিনি যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা।