অনলাইন ডেস্ক: অনলাইন বাজারে পাওয়া যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ। চাইলে কিনতে পারবেন যেকেউ। এর মূল্য নির্ধারণ করা হয়েছে বাংলাদেশী টাকায় প্রায় দুই হাজার।
নিউজিল্যান্ড থেকে তৈরিকৃত ডোনাল্ড ট্রাম্প টয়লেট ব্রাশ অনলাইন বিক্রয় মাধ্যম ‘ইটিএসওয়াই’তে পাওয়া যাচ্ছে।
বলা হচ্ছে ব্রাশটি অন্যান্য ব্রাশ থেকে আলাদা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আদলে গড়া ব্রাশটি টয়লেট পরিষ্কারের দিক থেকেও অনেক এগিয়ে।
১৫ ইঞ্চি দৈর্ঘ্যের ডোনাল্ড ট্রাম্প ব্রাশটি ইতিমধ্যে ক্রেতাদের মধ্যে অনেক সাড়া ফেলেছে। কিনতে চাইলে তৎক্ষণাৎ কেউ সেটি পাচ্ছেন না। এজন্য কয়েক সপ্তাহ আগেই ব্রাশটির জন্য অর্ডার দিতে হচ্ছে ওই অনলাইন বিক্রয় মাধ্যমে।
বিক্রেতারা বলছেন, ‘মেক ইউর টয়লেট গ্রেট এগেইন’। তথ্যসূত্র: দ্য ইন্ডপেন্ডেন্ট/জোয়ি।