ডেস্ক- ফ্রান্সের রাজধানী প্যারিসের সন্নিকটবর্তী ল্য বুর্জে এলাকায় এক বাংলাদেশী স্বামী তার স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করেছে। আশঙ্কাজনক অবস্থায় মহিলাকে হাসপাতালে নেয়া হয়েছে। অপরদিকে মহিলার স্বামীকে স্থানীয় পুলিশ আটক করেছে।
সুত্র জানায়, চট্টগ্রামের পাহাড়তলীর বাবুল বড়ুয়া দীর্ঘদিন ফ্রান্সে বসবাস করছেন। পারিবারিক সহিংসতার জের ধরে প্রায়ই তার স্ত্রীকে শারিরীক নির্যাতন করতেন তিনি।
গত বুধবার বিকেলে বাসায় ফিরে স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে বাবুল বড়ুয়া তার স্ত্রীকে তরকারী কাটার ছুরি দিয়ে উপর্যুপরি আঘাত করে।
পরবর্তীতে পুলিশ খবর পেয়ে বাসায় এসে বাবুলের স্ত্রীকে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে পুলিশ বাবুল বড়ুয়াকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাকে আটকে রাখা হয়েছে।
বাবুলের একটি স্কুলগামী সন্তান রয়েছে।
এলাকাবাসী জানায়, বাবুল বড়ুয়া প্রায়ই তার স্ত্রীকে শারিরীক নির্যাতন করতো। একাধিকবার স্থানীয়রা তাদের মীমাংসা করিয়েছে।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে পারিবারিক সহিংসতায় বাংলাদেশী বধু আহত, স্বামী আটক
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ