ঢাকা ০২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয় তরুণদের বিদেশমুখিতা: সুযোগ না সংকট? ভবিষ্যৎ বাংলাদেশের জন্য এক সতর্কবার্তা”

মে মাসে বেড়ানোর জন্য পর্তুগালের লিসবন আদর্শ শহর

  • আপডেট সময় ০৯:১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯
  • ৪৩৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ ইউরোপের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পর্তুগালের রাজধানী লিসবন, ১৫০০ শতকের সবচেয়ে চিত্তাকর্ষক রাজ্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের বিবর্তনে ও আধুনিক সভ্যতার উত্থানের পর শহরটি কিছুটা বিস্মৃত হয়ে যায়। তবে গত এক দশক ধরে লিসবন পর্যটকদের কাছে আবার পছন্দনীয় হয়ে উঠতে শুরু করেছে। অনেকের মতে, এটি ইউরোপের সবচেয়ে নান্দনিক শহর। টাগাস নদীর ধারে এর পাহাড়ি এলাকা দেখতে অপূর্ব।

মে মাসে গরম শুরুর আগের সময়টা পাওয়া যায় পর্তুগালের রাজধানীতে। এ সময় পর্যটকদের ভিড়ও থাকে কম। ফলে সবকিছুই মনে হবে সাশ্রয়ী।

লিসবনের বিখ্যাত গ্লোরিয়া নামের ট্রামে চড়ে আলফামা অঞ্চলের সরু ও আঁকাবাঁকা পাহাড়ে ঘোরার জন্য মে সবচেয়ে উপযুক্ত সময়। ১৮৮৫ সালে চালু হওয়া এই ফানিকুলার এখন পর্তুগালের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এভেনিদা দা লিবারদাজের পশ্চিম থেকে শুরু করে এটি চলাচল করে বাইরো আলতোতে।

টেনিস খেলার ভক্তরা মে মাসের শুরুর দিকে লিসবনের এস্তোরিল টেনিস ক্লাবে উপভোগ করেন মিলেনিয়াম এস্তোরিল ওপেন। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলে ৫ মে পর্যন্ত।

শুধু পেস্ট্রি উপভোগের জন্য পর্তুগালের লিসবনকে বেছে নেন অনেক পর্যটক

শুধু পেস্ট্রি উপভোগের জন্য পর্তুগালের লিসবনকে বেছে নেন অনেক পর্যটক
লিসবনে গেলে অসাধারণ পেস্ট্রি শপগুলো মিস করা বোকামি! পর্তুগিজ ভাষায় যাকে বলে ‘প্যাস্তেলারিয়াস’। এর মধ্যে অন্যতম সেরা হলো পেস্ট্রি সেন্টার আইডিয়াল দা গ্রাচা।

পর্তুগালের ও এর প্রতিবেশী স্পেনের সংস্কৃতি উদযাপনের আয়োজন দ্য ফেস্টিভ্যাল অব আইবেরিয়ান মাস্ক হবে আগামী ১৬ থেকে ১৯ মে পর্যন্ত। এতে থাকবে দুই দেশের কারুশিল্প প্রদর্শনী, কনসার্টসহ অনেক কিছু।

এই শহরের নব্য শৈল্পিক ও সাংস্কৃতিক আকর্ষণ ‘আর্কোলিসবোয়া’। নতুন হলেও উৎসবটি ইতোমধ্যে আন্তর্জাতিক দর্শনার্থীদের নজর কেড়েছে। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ লিসবনকে ‘নতুন বার্লিন’ আখ্যা দিয়েছেন। এ বছর কর্দোয়ারিয়া ন্যাচনালে আগামী ১৬ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আর্কোলিসবোয়া’।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

মে মাসে বেড়ানোর জন্য পর্তুগালের লিসবন আদর্শ শহর

আপডেট সময় ০৯:১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৪ মে ২০১৯

অনলাইন ডেস্কঃ ইউরোপের দক্ষিণ-পশ্চিম কোণে অবস্থিত পর্তুগালের রাজধানী লিসবন, ১৫০০ শতকের সবচেয়ে চিত্তাকর্ষক রাজ্য হিসেবে পরিচিত ছিল। কিন্তু কালের বিবর্তনে ও আধুনিক সভ্যতার উত্থানের পর শহরটি কিছুটা বিস্মৃত হয়ে যায়। তবে গত এক দশক ধরে লিসবন পর্যটকদের কাছে আবার পছন্দনীয় হয়ে উঠতে শুরু করেছে। অনেকের মতে, এটি ইউরোপের সবচেয়ে নান্দনিক শহর। টাগাস নদীর ধারে এর পাহাড়ি এলাকা দেখতে অপূর্ব।

মে মাসে গরম শুরুর আগের সময়টা পাওয়া যায় পর্তুগালের রাজধানীতে। এ সময় পর্যটকদের ভিড়ও থাকে কম। ফলে সবকিছুই মনে হবে সাশ্রয়ী।

লিসবনের বিখ্যাত গ্লোরিয়া নামের ট্রামে চড়ে আলফামা অঞ্চলের সরু ও আঁকাবাঁকা পাহাড়ে ঘোরার জন্য মে সবচেয়ে উপযুক্ত সময়। ১৮৮৫ সালে চালু হওয়া এই ফানিকুলার এখন পর্তুগালের ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ। এভেনিদা দা লিবারদাজের পশ্চিম থেকে শুরু করে এটি চলাচল করে বাইরো আলতোতে।

টেনিস খেলার ভক্তরা মে মাসের শুরুর দিকে লিসবনের এস্তোরিল টেনিস ক্লাবে উপভোগ করেন মিলেনিয়াম এস্তোরিল ওপেন। গত ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া এই টুর্নামেন্ট চলে ৫ মে পর্যন্ত।

শুধু পেস্ট্রি উপভোগের জন্য পর্তুগালের লিসবনকে বেছে নেন অনেক পর্যটক

শুধু পেস্ট্রি উপভোগের জন্য পর্তুগালের লিসবনকে বেছে নেন অনেক পর্যটক
লিসবনে গেলে অসাধারণ পেস্ট্রি শপগুলো মিস করা বোকামি! পর্তুগিজ ভাষায় যাকে বলে ‘প্যাস্তেলারিয়াস’। এর মধ্যে অন্যতম সেরা হলো পেস্ট্রি সেন্টার আইডিয়াল দা গ্রাচা।

পর্তুগালের ও এর প্রতিবেশী স্পেনের সংস্কৃতি উদযাপনের আয়োজন দ্য ফেস্টিভ্যাল অব আইবেরিয়ান মাস্ক হবে আগামী ১৬ থেকে ১৯ মে পর্যন্ত। এতে থাকবে দুই দেশের কারুশিল্প প্রদর্শনী, কনসার্টসহ অনেক কিছু।

এই শহরের নব্য শৈল্পিক ও সাংস্কৃতিক আকর্ষণ ‘আর্কোলিসবোয়া’। নতুন হলেও উৎসবটি ইতোমধ্যে আন্তর্জাতিক দর্শনার্থীদের নজর কেড়েছে। এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে কেউ কেউ লিসবনকে ‘নতুন বার্লিন’ আখ্যা দিয়েছেন। এ বছর কর্দোয়ারিয়া ন্যাচনালে আগামী ১৬ থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘আর্কোলিসবোয়া’।