ঢাকা ১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ জানুয়ারী ২০২৬, ১০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
শরীফ ওসমান হাদী: নৈতিক সাহস ও রাজনৈতিক দায়বদ্ধতা শহীদ হাদি হত্যাকারীদের বিচারের দাবিতে নগরীতে পদযাত্রা ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে কাঙ্কিত সাফল্য অর্জন সম্ভব- ব্যারিস্টার এম এ সালাম সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন : সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন সামাজিক এসোসিয়েশন সাফ’র কমিটি পুনর্গঠন :  সভাপতি এনকে নয়ন, সম্পাদক শাহিন নির্বাচনী ইস্তেহারে শিক্ষার সুস্পষ্ট রূপরেখা চাই সিলেট প্রেসক্লাবের নতুন কমিটির সাথে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাব ও ফ্রান্স দর্পণ পরিবার মত বিনিময় বিদায়ী শিক্ষকদের সংবর্ধনা ও মরণোত্তর সম্মাননা প্রদান আপোষহীন নেত্রীর চির বিদায় : শোকে মুহ্যমান গোটা জাতি এনসিপি থেকে তাসনিম জারার পদত্যাগ, নির্বাচন নিয়ে নতুন ঘোষণা

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

  • আপডেট সময় ০২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯
  • ৩৩৭ বার পড়া হয়েছে

সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিলো। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ফের নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির ১৫১টি নির্বাচনি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয়। ৭০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, তবে এখনও পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টির নেতৃত্বাধীন জোট। বাকি দুইটি আসনও তারা নিশ্চিত করতে পারবে বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫টি আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে বুথ ফেরত জরিপে লেবার পার্টিরই জয়ের আভাস পাওয়া গেছিলো। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফল পাওয়া না গেলেও লিবারেল পার্টির জয় নিশ্চিত। প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয়ভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

Priority Seats: But Where Is Humanity?

অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন প্রধানমন্ত্রী স্কট মরিসন

আপডেট সময় ০২:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২০ মে ২০১৯

সবাইকে চমকে দিয়ে অস্ট্রেলিয়ার সাধারণ নির্বাচনে আবারও জয় পেয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসন। এর আগে বুথফেরত জরিপসহ অন্যান্য জরিপে বিরোধী দল লেবার পার্টির জয়ের আভাস মিলেছিলো। তবে সেই ধারণা ভেঙে নির্বাচনে জিতে সবাইকে চমকে দিয়েছেন মরিসন। ফের নির্বাচিত করায় ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। রবিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

দেশটির ১৫১টি নির্বাচনি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এর মধ্যে সরকার গঠন করতে ৭৬টি আসনে জয় প্রয়োজন হয়। ৭০ শতাংশ ভোট গণনায় দেখা গেছে, তবে এখনও পর্যন্ত ৭৪টি আসনে জয়লাভ করেছে লেবার পার্টির নেতৃত্বাধীন জোট। বাকি দুইটি আসনও তারা নিশ্চিত করতে পারবে বলে প্রতীয়মান হচ্ছে। অন্যদিকে লড়াইয়ে থাকা বিরোধী লেবার পার্টি পেয়েছে ৬৫টি আসন।

অস্ট্রেলিয়ার ৪৬তম জাতীয় নির্বাচনে তুমুল লড়াইয়ের শুরু থেকেই এগিয়ে ছিল ক্ষমতাসীন লিবারেল পার্টি। নির্বাচনে জয়ের পর স্কট মরিসন বলেন, তিনি সবসময়ই অলৌকিক কিছুতে বিশ্বাস করেন। পুনরায় তার জোটকে নির্বাচিত করায় সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। আর বিরোধীদলীয় নেতা বিল শর্টেন হার মেনে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

এর আগে বুথ ফেরত জরিপে লেবার পার্টিরই জয়ের আভাস পাওয়া গেছিলো। এবারের নির্বাচনে ১ কোটি ৬৪ লাখ ভোটার অংশ নেন। এখন পর্যন্ত চূড়ান্ত ফল পাওয়া না গেলেও লিবারেল পার্টির জয় নিশ্চিত। প্রথমবারের মতো নির্বাচিত প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন স্কট মরিসন। গত বছর দলীয়ভাবে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন তিনি।