সদ্য ভূমিষ্ঠ শিশুর নাড়ি কেটে দেয়া মানে মায়ের সাথে
সম্পর্ক ছিন্ন নয়, তেমনি জাতির পিতা হত্যা মানে জাতি পিতৃহীন নয়।
জন্ম মানে সূচনা আর মৃত্যু মানে সমাপ্তি,
অযাচিত এমন উক্তি কিংবা অত্যুক্তি সময় ধারণ করে না;
সময়- ধ্বংসস্তূপে সৃষ্টির কিংবা প্রতিশোধের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে ।
স্মৃতির সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে কুকুর আর নেকড়েরা
আজ মায়াকান্না করে জাতির পিতার নিক্ষিপ্ত থু থু খোঁজে আবর্জনায়,
অথচ দেহের নষ্ট মাংসপিণ্ড নগ্নতার আশ্রয়ে আবর্জনাস্তুপে
জারজ প্রসব করে রক্তের হুলি খেলায় মেতে উঠে ।
‘ক্ষমা’ ইতিহাসের কোনো উক্তি নয়,
অরচিত ভবিষ্যত ইতিহাস যাদের কাছে অপঠিত থেকে যায়
তারা নির্বোধ মূর্খ বৈকি।
আমার প্রাকজন্মে পিতার বজ্রকণ্ঠে ঘোষিত মন্ত্রদীপ্ত বাণী
আর উত্থাল দিনগুলোর বিকৃত ইতিহাস
আমার দেহের প্রবাহিত রক্ত উত্তপ্ত করে ,
আমার বিশ্বাস আজ তাদের অবিশ্বাসের শেষকৃত্য করে পিতার স্বপ্ন বাস্তবায়নে।
রক্তের অক্ষরে অঙ্কিত মানচিত্রে জাতির পিতা হত্যার কলঙ্ক মুছে গেলেও
প্রতিটি বিন্দুতে পরাজিত শত্রুদের ষড়যন্ত্র আজো অপরাজিত থেকে গেছে।