ফ্রান্স দর্পন পত্রিকার প্রকাশক হলেন প্যারিসের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাত হোসেন সাইফুল। আজ বৃহস্পতিবার রাতে প্যারিসের একটি রেস্টুরেন্টে ফ্রান্স থেকে প্রকাশিত মাসিক পত্রিকা ফ্রান্স দর্পন’র নীতি নির্ধারকদের এক সভা অনুষ্ঠিত হয় । সভায় ফ্রাণ্সের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যক্তিত্ব শাহাদাত হোসেন সাইফুল পত্রিকাটির প্রকাশকের দায়িত্বভার গ্রহণ করেন । এ সময় উপস্থিত ছিলেন ফ্রান্স দর্পন পত্রিকার সম্পাদক শামসুল ইসলাম, নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী। এ পত্রিকাটি নিয়মিত প্রকাশনা এবং পত্রিকায় বাংলাদেশী কমিউনিটিকে বহির্বিশ্বে তুলে ধরার পাশাপাশি কমিউনিটির বাংলাদেশী প্রবাসীদের কল্যাণার্থে তথ্য নির্ভর সংবাদ প্রকাশের উপর গুরুত্ব দেয়ার সিদ্ধান্ত হয় আলোচনা সভায় । সভায় প্রকাশকের দায়িত্ব নিয়ে শাহাদাত হোসেন সাইফুল বলেন, ফ্রান্স দর্পণ পত্রিকার প্রকাশকের দায়িত্ব নিয়ে আমি আনন্দিত। এই পত্রিকাটিকে ফ্রান্স তথা ইউরোপের প্রবাসীদের মুখপাত্র হিসেবে প্রতিষ্ঠিত করতে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে ফ্রান্স তথা বহির্বিশ্বে প্রবাসীদের মধ্যে জনপ্রিয় করতে যা যা করণীয় সব কিছুই করা হবে ।
এসময় বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে এবং ফ্রান্স তথা ইউরোপের বাংলাদেশী কমিউনিটিকে এগিয়ে নিয়ে যেতে ফ্রাণ্সের বাংলাদেশী কমিউনিটির সহযোগিতা কামনা করেছেন সম্পাদক শামসুল ইসলাম ও নির্বাহী সম্পাদক ফেরদৌস করিম আখঞ্জী ।