ফ্রান্সের দক্ষিনপূর্বে আরডিসি , দ্রোমি ,ইসেরা এবং রনি ডিপার্টমেন্টে গতকাল রাতে ভারী তুষারপাতে এখন পর্যন্ত তিন লাখ ঘরবাড়ী বিদ্যুৎহীন।
এবং আরডিসি এলাকায় গাছের নিচে চাপা পড়ে এক ফরাসি মারা গেছে বলে জানিয়েছে ফরাসি গণমাধ্যম।
গতকাল ১৪ নভেম্বর রাতে মৌসুমের প্রথম ভারী তুষারপাত আঘাত হানে ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলের চারটি ডিপার্টমেন্ট এরিয়ায় ! এতে রাস্তাঘাট বরফ চাপা পড়ে।
এছাড়া ফ্রান্সের লিয়ন ও জেরনোবল শহরেও তুষারপাত হয়েছে। রাস্তাঘাট থেকে বরফ সরানোর কাজ করছে ফ্রান্স এর ফায়ার সার্ভিস কর্মিরা। জনদূর্ভোগে পড়েছে এসব এলাকার বাসিন্দারা।















