ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ৯ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বৃটেনে সাফল্যের আলো ছড়ালেন বাংলাদেশি তরুণী তাহমিনা আহমদ পোস্টাল ব্যালটে ভোট ও ইসির অ্যাপ্স “পোস্টাল ভোটে বিডি” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত ৬৫ বছরের ঊর্ধ্বদের জন্য ফরাসি ভাষা ও নাগরিক শিক্ষা পরীক্ষার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি পর্তুগাল-বাংলাদেশ কমিউনিটির আয়োজনে আনন্দ ভ্রমণ কারাদণ্ড কার্যকরের আগে এলিসি প্রাসাদে পূর্বসূরি সারকোজিকে আমন্ত্রণ জানালেন ম্যাক্রোঁ লুভর জাদুঘরে দুঃসাহসিক ডাকাতি: ফ্রান্সে দোষারোপের রাজনীতি তুঙ্গে বিশ্ববিখ্যাত প্যারিস ল্যুভর জাদুঘরে চুরি ফ্রান্সে “আশা এবং আমার সংগ্রাম” গ্রন্থের মোড়ক উন্মোচন ও প্রকাশনা দেড় হাজারের বেশি মানুষের অংশগ্রহনে লন্ডনে অনুষ্ঠিত হলো ১২তম মুসলিম চ্যারিটি রান বিগত ১১৭ বছরের সব দলিল অনলাইনে যাচ্ছে, ভূমি মালিকদের করণীয়

গুয়াহাটিতে বাংলাদেশ দূতের গাড়ি বহরে হামলা, ঢাকার প্রতিবাদ, নিরাপত্তা জোরদার

  • আপডেট সময় ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯
  • ২২৭ বার পড়া হয়েছে

নাগরিকত্ব সংশোধনী বিল পার্লামেন্টে পাস হওয়ার প্রেক্ষিতে আসাম রাজ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশ উপ হাই কমিশনারের নিরাপত্তায় নিয়োজিত গাড়ি বহরে হামলা এবং মিশনের সাইনপোস্ট ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সেখানে সংঘঠিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত কামরুল আহসান বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসকে মন্ত্রণালয়ে ডেকে বৈঠক করে এ প্রতিবাদ জানান। সচিব বাংলাদেশ উপ হাইকমিশনারসহ অন্য কর্মকর্তা-কর্মচারি, তাদের পরিবারের সদস্য এবং মিশনের সম্পত্তি রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়- পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে যে গুয়াহাটিতে বৃহস্পতিবার মিছিল হয়েছে ও আন্দোলনকারীদের কিছু লোক মিশনের ৩০ গজের মধ্যে বিক্ষোভ করেছে, সাইনবোর্ড ভাংচুর করেছে। বিমানবন্দর থেকে সহকারী হাই কমিশনারকে বহনকারী সুরক্ষা গাড়িটি প্রতিবাদকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। জবাবে হাইকমিশনার আশ্বস্থ করে বলেন, গুয়াহাটিতে বাংলাদেশ উপ হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষনিক সতর্ক করা হয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে উপ-হাইকমিশনের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বর্ধিত সুরক্ষা-ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে ওই হামলা এবং ভাঙচুর একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ ও ভারত যে দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে তাতে এর কোন প্রভাব পড়বে না।

মানব জমিন

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লক ডাউন পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় ফ্রান্সে চলছে ব্যাপক প্রস্তুতি

যুক্তরাজ্যে করোনার মধ্যেই শিশুদের মাঝে নতুন রোগের হানা

বৃটেনে সাফল্যের আলো ছড়ালেন বাংলাদেশি তরুণী তাহমিনা আহমদ

গুয়াহাটিতে বাংলাদেশ দূতের গাড়ি বহরে হামলা, ঢাকার প্রতিবাদ, নিরাপত্তা জোরদার

আপডেট সময় ০৭:০৩:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব সংশোধনী বিল পার্লামেন্টে পাস হওয়ার প্রেক্ষিতে আসাম রাজ্যে সৃষ্ট উত্তেজনার মধ্যে গুয়াহাটিতে নিযুক্ত বাংলাদেশ উপ হাই কমিশনারের নিরাপত্তায় নিয়োজিত গাড়ি বহরে হামলা এবং মিশনের সাইনপোস্ট ভাঙচুরের প্রতিবাদ জানিয়েছে ঢাকা। সেখানে সংঘঠিত বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রাষ্ট্রদূত কামরুল আহসান বৃহস্পতিবার সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি দাসকে মন্ত্রণালয়ে ডেকে বৈঠক করে এ প্রতিবাদ জানান। সচিব বাংলাদেশ উপ হাইকমিশনারসহ অন্য কর্মকর্তা-কর্মচারি, তাদের পরিবারের সদস্য এবং মিশনের সম্পত্তি রক্ষায় জরুরি ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়- পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে যে গুয়াহাটিতে বৃহস্পতিবার মিছিল হয়েছে ও আন্দোলনকারীদের কিছু লোক মিশনের ৩০ গজের মধ্যে বিক্ষোভ করেছে, সাইনবোর্ড ভাংচুর করেছে। বিমানবন্দর থেকে সহকারী হাই কমিশনারকে বহনকারী সুরক্ষা গাড়িটি প্রতিবাদকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। জবাবে হাইকমিশনার আশ্বস্থ করে বলেন, গুয়াহাটিতে বাংলাদেশ উপ হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষনিক সতর্ক করা হয়েছে।

উদ্ভুত পরিস্থিতিতে উপ-হাইকমিশনের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বর্ধিত সুরক্ষা-ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে ওই হামলা এবং ভাঙচুর একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ ও ভারত যে দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে তাতে এর কোন প্রভাব পড়বে না।

মানব জমিন