মিনহাজ হোসেন ইতালী প্রতিনিধিঃ বাংলাদেশকে এগিয়ে নেওয়া হচ্ছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন চলতি বছরের মধ্যে আরো দুই থেকে তিন শতাংশ দারিদ্রের হার কমবে বলে আশা করছে সরকার। প্রত্যেক উপজেলা থেকে এক হাজার লোক বিদেশে পাঠানোর উদ্দোগের কথাও জানান প্রধানমন্ত্রী। ইতালী রোমে মঙ্গলবার স্হানীয় সময় সন্ধ্যায় ইতালী আওয়ামী লীগ আয়োজিত ঐতিহাসিক গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
ইতালীর প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে আমন্ত্রণে চারদিনের সফরে মঙ্গলবার বিকেলে রোমে পৌছান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪ফেব্রুয়ারি সন্ধ্যায় ইতালী আওয়ামী লীগ আয়োজিত সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় ঐতিহাসিক গণসংবর্ধনা যোগদেন সরকার প্রধান।
এ সময় প্রবাসীদের কাছে দেশের সামগ্রিক পরিস্থিতি তুলে ধরেন শেখ হাসিনা বলেন অতিথে যারা দেশ শাসন করছেন তাদের কারোরি দেশ নিয়ে সু পরিকল্পনা ছিলো না। এসময় জিয়াউর রহমান বেগম জিয়া ও হোসেন মোহাম্মদ এরশাদের সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
দেশের আর্থ সামাজিক উন্নয়নের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে দেশকে সুদূর প্রসারে এগিয়ে নিচ্ছে। দারিদ্রের হার কমাতে তৃণমূল পর্যায় থেকে উন্নয়নের কাজ চলছে বলে জানান প্রধানমন্ত্রী।
বিমানের ফ্লাইট চালুর বিষয়ে ইতালী প্রবাসী বাংলাদেশীদের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, এ বিষয়ে ইতালী সরকারের সঙ্গে আলাপ-আলোচনা চলছে। আমি ইতালীর প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের বৈঠকেও বিষয়টি উত্থাপন করবো।’
পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, ইতালী আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মাদ ইদ্রিস ফারাজী ও সাধারণ সম্পাদক হাসান ইকবাল এবং প্রবাসী বাংলাদেশীদের পক্ষে হোসনে আরা বেগম অনুষ্ঠানে বক্তৃতা করেন।
ইতালীতে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সোবহান সিকদার এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরিফ মঞ্চে উপস্থিত ছিলেন। এছাড়াও ইতালী আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত বিপুলসংখ্যক মুজিব আদর্শের সৈনিক নেতা-কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
গত ৫ই ফেব্রুয়ারি রোমে স্থানীয় সময় সকালে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সারি ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে দুপুরে ইতালীর প্রধানমন্ত্রীর সাথে দিবস দ্বি পাক্ষিক বৈঠক করেছেন। এছাড়া রাতে রোমের পার্কো দেই প্রিন্সিপি গ্র্যান্ড হোটেলে দেশটির ব্যবসায়ী প্রতিনিধিরা সৌজন্য সাক্ষাৎ করেন তিনি।