করোনাভাইরাস সামাল দেওয়ার জন্য শুক্রবার রাত থেকে ক্যাফ, পাব এবং রেস্তোরা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে যুক্তরাজ্যের সরকার। দেশটির প্রধানমন্ত্রী বরিশ জনসন বলেছেন যুক্তরাজ্যের সমস্ত নাইট ক্লাব, পেক্ষাগৃহ, সিনেমা, জিম এবং অবসর কেন্দ্রগুলিকে যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করতে বলা হয়েছে। মি: জনসন বলছেন প্রতিমাসে এর পরিস্থিতি পর্যালোচনা করা হবে।
এছাড়া যেসব চাকুরীজীবি কর্মক্ষেত্রে যাবে না তাদের বরখাস্ত না করতে নিয়োগ দাতাদের আহবান জানিয়েছে ব্রিটিশ সরকার। সরকার কর্মজীবীদের বেতনের ৮০% ভর্তুকি দিবে। একথা ঘোষনা দিয়ে দেশটির অর্থমন্ত্রী বলেন, ব্রিটেনের ইতিহাসে এটাই প্রথম এধরনের ঘোষণা।
ডাউনিং স্ট্রিটের প্রেস বিফ্রিয়ে বক্তব্যে তিনি বলেন যে, আপাতত শারীরিকভাবে দুরত্বে থাকার আহবান জানান