ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংগঠন “হেল্প ফর হিউম্যানিটি”র ব্যানারে ফ্রান্সের বাংলাদেশী কমিউনিটির পরিচিত মুখ হাজি হাবিব ও তার পরিবারের সদস্যদের সহায়তায় ফেঞ্চুগঞ্জে প্রায় দুইশ পরিবারকে আর্থিক ও খাদ্য সহায়তা করা হয়। এ সহায়তা, পরিবার ভেদে ৫০০ থেকে ২০০০ টাকা বন্টন করা হয়। এলাকার সহায়তা প্রাপ্ত পরিবারগুলো হাজি হাবিব ও তার পরিবারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
হেল্প ফর হিউম্যানিটি ফ্রান্স ভিত্তিক একটি মানবিক সহায়তা ক্ষেন্দ্রিক চ্যারিটি সংগঠন। এটি প্রধানত, বাংলাদেশে অসহায় মানুষের পাশে তাদের সেবা পৌছে দিতে গঠিত। প্রতিষ্ঠানটির প্রধান হাবিব, ফ্রান্স ও বিভিন্ন দেশে বসবাসরত বিত্তবানদের এ চ্যারিটি সংস্থায় সহায়তার জন্য আহবান জানিয়েছেন।
প্রসঙ্গত, হাজী হাবিব, সিলেট বিভাগ সমাজ কল্যাণ সংস্থার সাবেক সাধারণ সম্পাদক এবং গ্রেটার সিলেট কাউন্সিলের প্রতিষ্টাতা সভাপতি। এছাড়া ফ্রান্স বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি তিনি।