ফ্রাণ্সের প্যারিসের আলোচিত যুবক কৌশিক রাব্বানী খান ‘স্তা’ পৌর এলাকার কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। আজ শনিবার তিনি কাউন্সিলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন ।
কৌশিক রাব্বানী খান ফ্রেঞ্চ ভাষা শিক্ষা স্কুল ‘ফ্রসে আভেক রাব্বানীর’ প্রতিষ্ঠাতা এবং বাঙ্লাদেশী কমিউনিটিতে বিভিন্ন অফিসিয়াল সেবাদান প্রতিষ্ঠান ‘অফিওরা’র নির্বাহী পরিচালক। ২০২০ সালের ১৫ ই মার্চে ফ্রান্সে প্রথম ধাপের মিউনিসিপালিটি নির্বাচন অনুষ্ঠিত হয়। সে নির্বাচনে উল্খেযোগ্য সংখ্যক বাংলাদেশী বংশোদ্ভূত প্রার্থী অংশগ্রহণ করায় বাংলাদেশী কমিউনিটির মধ্যে বেশ বড় সর উৎসাহ এবং কৌতূহল সৃষ্টি করেছিল। সে নির্বাচনে ১২ জন বাংলাদেশী বিভিন্ন দল থেকে বিভিন্ন নির্বাচনী এলাকায় নির্বাচনে অংশ নেন । ফ্রান্সে নির্বাচন ব্যবস্থায় প্রথম ধাপে কোন প্যানেল ৫০ শতাংশের বেশি ভোট না পেলে ২ য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। কিন্তু মেয়র প্রার্থী আজেদিন তায়েবীর নেতৃত্বে স্থা নির্বাচনী এলাকায় নির্বাচনে বাংলাদেশী বংশোদ্ভূত কৌশিক রাববানি খানের প্যানেল প্রথম রাউন্ডেই ৫৭% ভোট পেয়ে নির্বাচিত হয়েছিল । কাউন্সিলর হিসেবে তখন থেকেই সে অপেক্ষামান ছিলেন । আজ থেকে সে স্তা শহরের একজন কাউন্সিলর হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছে ।
কৌশিক রাব্বানী খান হলেন বিশিষ্ট ব্যবসায়ী ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশী এসোসিয়েশন ( ইপিবিএ’)র ফ্রাণ্সের প্রেসিডেন্ট ফারুক খান এবং ইয়াসমিন খানমের পুত্র।
দায়িত্ব পেয়ে নির্বাচনের সময়ে যারা পাশে ছিলেন সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন কাউন্সিল কৌশিক রাব্বানী খান ।