স্টাফ রিপোর্টার
প্যারিসের সারা জাগানো ফেইসবুক গ্রুপ সামাজিক সংগঠন ‘ফ্রান্সে বাংলাদেশী শ্রমিক গ্রুপ(এফবিএসজি)র ৩য় বর্ষপুর্তী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৩য় বর্ষপূর্তী এবং শ্রমিক দিবস উপলক্ষ্যে গতকাল সোমবার লাখর্নভ এলাকায় তাদের নিজস্ব কার্যালয়ে বর্ষপূর্তী ও শ্রমিক দিবস উপলক্ষ্যে ইফতার মাহফিল ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি আবু হাসানের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা এবং কেক কাটা অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের
প্রধান উপদেষ্টা কামাল চৌধুরী, বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা পাটোয়ারী মুহাম্মদ, উপদেষ্টা হাসান শাহ ইব্রাহিম, উপদেষ্টা হুমায়ুন কবির, ফ্রান্স দর্পন পত্রিকার নির্বাহী সম্পাদক সাংবাদিক ফেরদৌস করিম আখঞ্জী । অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শ্রমিক গ্রুপের, সাধারন সম্পাদক শাহেদ আহমেদ , কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, বিডি মার্কেটের পরিচালক আয়ূব হাসান, আসিফ খান, তানিম হোসেন , এনামুল হক, মাহাদি হাসান, অপু, লিটন আহমদ,রাকিব হাসান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্রাণ্সে শ্রমিক গ্রুপ এখন শুধু একটি ফেইসবুক গ্রুপই নয় । এটি বাংলাদেশী কমিউনিটিতে সাড়া জাগানো পূর্ণাঙ্গ সামাজিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে শত শত বাংলাদেশীর উপকৃত হচ্ছেন। ফ্রি সেবা দিয়ে প্রবাসীদের মন জয় করে নিয়েছে ফেইসবুক গ্রুপের মাধ্যমে প্রতিষ্টিত এই সংগঠনটি । করোনার মহামারীর মধ্যেও প্রবাসীদের বিভিন্ন সমস্যার সমাধান কল্পে নিজেদের কার্যালয় খোলা রেখে সংগঠনের সদস্য জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশী প্রবাসীদের পাশে রয়েছে। ফ্রাণ্সে বাংলাদেশী কমিউনিটিতে শ্রমিক গ্রুপের এই কর্মকান্ড মাইলফলক হয়ে থাকবে।
ইফতার ও দোয়া মাহফিলের পর সং গঠনের উপদেষ্টা মণ্ডলী , কার্যনির্বাহী কমিটির সদস্য এবং আগত অথিতিবৃন্দ কেক কেটে শ্রমিক গ্রুপের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন।