আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্যারিসের সায়েন্টোলজি সেন্টারের সেলিব্রিটি থিয়েটারে ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এ সেমিনারে ফ্রান্সে বাংলাদেশী চার নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়।
দৈনিক সংবাদ প্রতিদিন এর ফ্রান্স প্রতিনিধি প্রিয়’র পরিচালনায় ও ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি ও ফ্রান্স দর্পনের বার্তা সম্পাদক নাজমুল কবির এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সায়েন্টোলজি সেন্টারের পাবলিক রিলেশন অফিসার মার্টিন রেইন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইয়ুথ হিউমেন রাইটস ফ্রান্সের নেত্রী সারা তাসুরি। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সম্মানিত সদস্য ফেরদৌস করিম আখঞ্জী।
বক্তব্য রাখেন ইউরো বাংলা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক আবু তাহির, ফ্রান্স বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নয়ন মামুন, প্রবাসের আলো সম্পাদক ওমর ফারুক , মাসিক মুকুল প্রতিনিধি আব্দুল আজিজ সেলিম, ফ্রান্স বাংলাদেশ প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেইন সাইফুল, গ্লোবাল নিউজ এর ফ্রান্স প্রতিনিধি উল্লাস আশিক , সাংবাদিক ফরিদ আহমদ রনি , ইউরো বাংলা টেলিভিশনের ফ্রান্স প্রতিনিধি তানজু চৌধুরী, বন্ধন সভাপতি শিউলি গিয়াস।
বাংলাদেশী নারী উদ্যোক্তা হিসাবে সেমিনারে যেসব নারীদের সম্মাননা দেয়া হয় তারা হলেন, হেপি চৌধুরী , উম্মে কুলসুম অন্তরা, মাহমুদা রহমান ও মিনা গোমেজ কে।