জাতি গড়ার কারিগরগণ বন্যার্তদের পাশে দাড়িয়েছেন
@এডভোকেট শামীম আহমদ#
P0বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত মহা দূর্যোগ বন্যা আক্রান্ত ৬০০ পরিবারে নগদ অর্থ সহায়তা বিতরণের উদ্বোধনী অনুষ্ঠান আজ পূর্বভাগ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্টিত হয়।
সমিতির সভাপতি মো: নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত উক্ত অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজলেয়া আওয়ামীলীগ সেক্রেটারি এডভোকেট শামীম আহমেদ এপিপি। প্রধান অতিথি তার বক্তব্যে ‘ জাতির এ দূর্দিনে সহায়তার হাত প্রসারিত করে এগিয়ে আসায় জাতিগড়ার কারিগর শিক্ষকগণ কে ধন্যবাদ ও উষ্ণ অভিনন্দ জানান। তিনি বলেন শিক্ষক গণ কেবল শ্রেণি পাঠদানে সীমাবদ্ধ নন, তারা জাতির ক্রান্তি লগ্নেও যে অসহায়দের পাশে আছেন তা আজ প্রমাণিত। আজকের আপনাদের এই মহতি কাজ দক্ষিণ সুরমা বাসী স্মরণ রাখবে।
সমিতির সেক্রেটারি জনাব মিটন চন্দ্র দাসেয় পরিচালনায় উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার লুৎফুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মুসলিমা বেগম, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মঞ্জুর আলী, প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম ইমরান এস,এমসি সভাপতি জনাব আব্দুল মন্নান, প্রধান শিক্ষক শ্রী অনিন্দিতা দত্ত তুলি।
সহকারী শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সর্ব জনাব স্বপন কুমার তালুকদার, মাহমুদুর রহমান,লুৎফুর রহমান, বিদুৎ দাস,আব্দুল ওয়াহিদ, রাসেল আহমদ,মাও: ফয়জুর রহমান, বিপ্লব সিংহ, বদরুল হক, মান্না মালাকর, কয়েছ আহমদ, দেবাশিষ মালাকার, পান্না বেগম,সেলিম ফারুক, উমর উদ্দিন রানা প্রমূখ। পরে অতিথি বৃন্দ বন্যা আক্রান্ত দের হাতে নগদ অর্থের খাম তুলে দেন।