ফরাসি রানি আনের চুরি যাওয়া সোনার কৌটায় রাখা হৃৎপিন্ড উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত সপ্তাহে নান্তে জাদুঘর থেকে এটা চুরি হয়েছিল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে। ষোড়শ শতাব্দীর এই সংরক্ষিত স্মৃতিচিহ্নটি ছিল ডাচেস আনের। তিনি ছিলেন ব্রিটানির সবচেয়ে বিখ্যাত নারী। চুরির হওয়ার পর আশঙ্কা করা হয়েছিল সোনার মূল্যের কারণে তা গলিয়ে ফেলা হতে পারে। ফরাসি পুলিশ দুই ব্যক্তিকে শনিবার গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের নিয়ে পুলিশ মাটিচাপা দেওয়া হৃৎপিÐটি সেন্ট নাজাইর থেকে উদ্ধার করে। স্মৃতিচিহ্নটি অক্ষত রয়েছে। ডাচেস আনে একমাত্র নারী যিনি দুইবার ফ্রান্সের রানির আসনে বসেছিলেন। এএফপি।
সর্বশেষ সংবাদ