সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেটে জয় পেলো শ্রীলঙ্কা। মিরপুরে ইনিংসের ২০ বল হাতে রেখেই টার্গেট পার করে লঙ্কানরা। ২৪ বলে ইনিংসে ৪২ রানে অপরাজিত তাকেন দাসুন শ্রীলঙ্কার নবীন ব্যাটসম্যান দাসুন শানাকা। হার না মানা ইনিংসে ১৮ বলে ৩৯ রান করেন থিসারা পেরেরা। পঞ্চম উইকেটে ৩০ বলে অবিচ্ছিন্ন ৬৫ রানের জুটি গড়েন এ দু’জন।
অভিষেকে উইকেট সাফল্য পেয়েছেন আফিফ হোসেনও।
টাইগারদের জন্র ভয়ঙ্কর হয়ে ওঠা লঙ্কান ওপেনার কুসাল মেন্ডিসকে সাজঘরে ফেরালেন তিনি নিজের প্রথম ওভারেই। নিজের উইকেট দেয়ার আগে ২৭ বলে ৫৩ রানে করেন মেন্ডিস। এতে মেন্ডিস হাঁকান ৮টি চার ও দুটি ছক্কা। ৭.৫তম ওভারে আফিফের ডেলিভারিতে সীমানা দড়ির কাছে মেন্ডিসের ক্যাচ লুফে নেন সৌম্য সরকার। আর নিজের চতুর্থ ওভারে উপুল থারাঙ্গাকে সাজঘরের পথ দেখান নাজমুল ইসলাম অপু। এতে ৮.৩তম ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ দাঁড়ায় ৯২/৩-এ।
অভিষেকে উইকেট সাফল্য অপুর
বল হাতে দলকে প্রথম সাফল্য এনে দিলেন অভিষিক্ত তারকা নাজমুল ইসলাম অপু। ৪.৫তম ওভারে অপুর ডেলভারিতে লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকাকে স্টাম্পিং করেন উইকেটরক্ষক মুশফিকুর রহীম। ৫ ওভার শেষে শ্রীল্কংার সংগ্রহ দাঁড়ায় ৫৩/১-এ। উইকেট খোয়ানোর আগে ১৫ বলে ৩০ রান করেন গুনাতিলাকা। এতে তিনি হাঁকান ৬টি বাউন্ডারি। নিজের প্রথম ওভারে ১৯ রান দেন তরুণ পেসার মোহাম্মদ সাইফুদ্দিন। আর অভিজ্ঞ পেসার রুবেল হোসেন নিজের প্রথম ওভারে দেন ১৩ রান। তবে নিজের শুরুর দুই ওভারে বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপু খরচ করেন ১৪ রান।