ফ্রান্স সরকার তার জনগনের কল্যানের জন্য সামাজিক খাতে বিভিন্ন ধরনের প্রণোদনা বা সহযোগিতা দিয়ে থাকে। এমনই একটি বিশেষ প্রণোদনা” L’ALLOCATION DE RENTRÉE SCOLAIRE । আজ রবিবার থেকে ফ্রান্সজুড়ে এ আর্থিক সহযোগিতা বিতরণ শুরু হচ্ছে। ক্যাস আলোকেশন ফ্যামিলিয়াল বা কাফের মাধ্যমে এ বিশেষ প্রণোদনা বিতরণ করা হবে।
যেসকল পরবারের ৬ থেকে ১৮ বছর বয়সের অন্তত একটি শিশু স্কুলে যায় সেসব পরিবারকে তাদের বার্ষিক আয়ের উপর ভিত্তি করে এ বিশেষ আর্থিক সহায়তা( L’allocation de rentrée scolaire (ARS)) দিয়ে থাকে ফ্রান্স সরকার। ফ্রান্স জুড়ে প্রায় ২.৮ মিলিয়ন পরিবার আজ থেকে শুরু হওয়া এ বিশেষ সুবিধা পাবেন।
২০১৭ সাল থেকে এ খাতে ব্যয় বাড়ানো হয়েছে। সেবছর একটি শিশুর জন্য গড়ে ১৯২ ইউরো সহায়তা প্রদান করা হয়।
এ বছর একটি ৬ থেকে ১০ বছরের শিশুর জন্য গড়ে ৩৬৭ ইউরো, ১১ থেকে ১৪ বছরের শিশুর জন্য ৩৮৯ এবং ১৫ থেকে ১৮ বছর শিশুর জন্য ৪০১ ইউরো হারে স্কুল প্রবেশ ভাতা প্রদান করা হবে।
এ প্রণোদনা পেতে প্রতিটি পরিবারকে কাফে আবেদন করতে হবে। আবেদন পত্র ইন্টারনেট থেকে সহজেই পাওয়া যাবে।
সর্বশেষ সংবাদ
ফ্রান্সে আজ থেকে “স্কুলে প্রবেশ প্রণোদনা” (L’ALLOCATION DE RENTRÉE SCOLAIRE) বিতরণ হচ্ছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ