পেনশন সংস্কারের দাবিতে লাখো বিক্ষোভকারীর অংশগ্রহণে ফ্রান্সে এক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট শুরু হয়েছে।
বৃহস্পতিবার দেশজুড়ে সরকারি কর্মকর্তাদের পেনশন কমানো ও বাধ্য করে চাকরির সময়সীমা বাড়ানোর প্রতিবাদে কাজ বন্ধ করেছেন লাখ লাখ কর্মজীবী মানুষ।
প্রতিবাদ কর্মসূচিতে স্কুল ও পরিবহণ শ্রমিক, পুলিশ, আইনজীবী এবং হাসপাতাল এবং বিমানবন্দরের কর্মীরা যোগদান করেছেন। দেশের অর্ধেকেরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রনের অবসর সংক্রান্ত কর্মসূচির বিরোধিতা করে এই ধর্মঘটের ডাক দেয় বিভিন্ন লেবার ইউনিয়ন। ম্যাক্রন অবসর সংক্রান্ত পরিকল্পনা পরিবর্তন না করলে এই আন্দোলন চালিয়ে যাওয়া হুঁশিয়ারি দিয়েছেন নেতারা।
ধর্মঘটের কারণে দেশটিতে মারাত্মক অচলাবস্থা দেখা দিয়েছে। সহিংসতা এড়াতে প্রায় ছয় হাজার পুলিশ মোতায়েন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
















